রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে ডালভাত। আর বাংলাদেশ যে কোহলির ‘প্রিয়’ প্রতিপক্ষ, তা গতকাল দেখা গেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার করেছেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশ ম্যাচের আগে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬৬ ইনিংস খেলেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের রান ছিল ২৫৯২৩ রান। কোহলির সেঞ্চুরিটাও গতকাল এসেছে নাটকীয়ভাবে। ম্যাচ জিততে ৯ ওভারে ভারতের দরকার ছিল ২ রান। তিন অঙ্ক ছুঁতে কোহলির দরকার ছিল ৪ রান। সেখানে ৪২ তম ওভার করতে এসে প্রথম বলটাই ওয়াইড দিলেন নাসুম আহমেদ। যদিও আম্পায়ার সেটা ওয়াইড দেননি। এরপর তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি এক ঢিলে দুই পাখি মেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম সেঞ্চুরি ও ভারতের জয়-দুটোই এসেছে তাঁর (কোহলি) ছক্কায়। এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৫৬৭ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান করতে লেগেছিল ৬০০ ইনিংস। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংয়ের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিন সংস্করণ মিলে ২৬ হাজার রান করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করায় শচীনের থেকে হাতছোঁয়া দূরত্বে আছেন কোহলি। শচীন ওয়ানডেতে করেছেন ৪৯ সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি করার কীর্তি গড়েন কোহলি। গতকালের আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কোহলির আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। ২০১৫,২০১৯-এই দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১টি করে সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
৭-রোহিত শর্মা
৬-শচীন টেন্ডুলকার
৪-সৌরভ গাঙ্গুলী
৩-শিখর ধাওয়ান
৩-বিরাট কোহলি
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-রোহিত শর্মা (ভারত)
২-বিরাট কোহলি (ভারত)
১-বীরেন্দর শেবাগ (ভারত)
১-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪৯-শচীন টেন্ডুলকার (ভারত)
৪৮-বিরাট কোহলি (ভারত)
৩১-রোহিত শর্মা (ভারত)
৩০-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, আইসিসি একাদশ)
২৮-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা, এশিয়া একাদশ)
রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে ডালভাত। আর বাংলাদেশ যে কোহলির ‘প্রিয়’ প্রতিপক্ষ, তা গতকাল দেখা গেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার করেছেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশ ম্যাচের আগে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬৬ ইনিংস খেলেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের রান ছিল ২৫৯২৩ রান। কোহলির সেঞ্চুরিটাও গতকাল এসেছে নাটকীয়ভাবে। ম্যাচ জিততে ৯ ওভারে ভারতের দরকার ছিল ২ রান। তিন অঙ্ক ছুঁতে কোহলির দরকার ছিল ৪ রান। সেখানে ৪২ তম ওভার করতে এসে প্রথম বলটাই ওয়াইড দিলেন নাসুম আহমেদ। যদিও আম্পায়ার সেটা ওয়াইড দেননি। এরপর তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি এক ঢিলে দুই পাখি মেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম সেঞ্চুরি ও ভারতের জয়-দুটোই এসেছে তাঁর (কোহলি) ছক্কায়। এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৫৬৭ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান করতে লেগেছিল ৬০০ ইনিংস। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংয়ের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিন সংস্করণ মিলে ২৬ হাজার রান করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করায় শচীনের থেকে হাতছোঁয়া দূরত্বে আছেন কোহলি। শচীন ওয়ানডেতে করেছেন ৪৯ সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি করার কীর্তি গড়েন কোহলি। গতকালের আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কোহলির আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। ২০১৫,২০১৯-এই দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১টি করে সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
৭-রোহিত শর্মা
৬-শচীন টেন্ডুলকার
৪-সৌরভ গাঙ্গুলী
৩-শিখর ধাওয়ান
৩-বিরাট কোহলি
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-রোহিত শর্মা (ভারত)
২-বিরাট কোহলি (ভারত)
১-বীরেন্দর শেবাগ (ভারত)
১-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪৯-শচীন টেন্ডুলকার (ভারত)
৪৮-বিরাট কোহলি (ভারত)
৩১-রোহিত শর্মা (ভারত)
৩০-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, আইসিসি একাদশ)
২৮-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা, এশিয়া একাদশ)
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৭ ঘণ্টা আগে