ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে ডালভাত। আর বাংলাদেশ যে কোহলির ‘প্রিয়’ প্রতিপক্ষ, তা গতকাল দেখা গেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার করেছেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশ ম্যাচের আগে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬৬ ইনিংস খেলেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের রান ছিল ২৫৯২৩ রান। কোহলির সেঞ্চুরিটাও গতকাল এসেছে নাটকীয়ভাবে। ম্যাচ জিততে ৯ ওভারে ভারতের দরকার ছিল ২ রান। তিন অঙ্ক ছুঁতে কোহলির দরকার ছিল ৪ রান। সেখানে ৪২ তম ওভার করতে এসে প্রথম বলটাই ওয়াইড দিলেন নাসুম আহমেদ। যদিও আম্পায়ার সেটা ওয়াইড দেননি। এরপর তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি এক ঢিলে দুই পাখি মেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম সেঞ্চুরি ও ভারতের জয়-দুটোই এসেছে তাঁর (কোহলি) ছক্কায়। এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৫৬৭ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান করতে লেগেছিল ৬০০ ইনিংস। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংয়ের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিন সংস্করণ মিলে ২৬ হাজার রান করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করায় শচীনের থেকে হাতছোঁয়া দূরত্বে আছেন কোহলি। শচীন ওয়ানডেতে করেছেন ৪৯ সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি করার কীর্তি গড়েন কোহলি। গতকালের আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কোহলির আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। ২০১৫,২০১৯-এই দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১টি করে সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
৭-রোহিত শর্মা
৬-শচীন টেন্ডুলকার
৪-সৌরভ গাঙ্গুলী
৩-শিখর ধাওয়ান
৩-বিরাট কোহলি
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-রোহিত শর্মা (ভারত)
২-বিরাট কোহলি (ভারত)
১-বীরেন্দর শেবাগ (ভারত)
১-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪৯-শচীন টেন্ডুলকার (ভারত)
৪৮-বিরাট কোহলি (ভারত)
৩১-রোহিত শর্মা (ভারত)
৩০-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, আইসিসি একাদশ)
২৮-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা, এশিয়া একাদশ)
রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে ডালভাত। আর বাংলাদেশ যে কোহলির ‘প্রিয়’ প্রতিপক্ষ, তা গতকাল দেখা গেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার করেছেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশ ম্যাচের আগে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬৬ ইনিংস খেলেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের রান ছিল ২৫৯২৩ রান। কোহলির সেঞ্চুরিটাও গতকাল এসেছে নাটকীয়ভাবে। ম্যাচ জিততে ৯ ওভারে ভারতের দরকার ছিল ২ রান। তিন অঙ্ক ছুঁতে কোহলির দরকার ছিল ৪ রান। সেখানে ৪২ তম ওভার করতে এসে প্রথম বলটাই ওয়াইড দিলেন নাসুম আহমেদ। যদিও আম্পায়ার সেটা ওয়াইড দেননি। এরপর তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি এক ঢিলে দুই পাখি মেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম সেঞ্চুরি ও ভারতের জয়-দুটোই এসেছে তাঁর (কোহলি) ছক্কায়। এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৫৬৭ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান করতে লেগেছিল ৬০০ ইনিংস। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংয়ের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিন সংস্করণ মিলে ২৬ হাজার রান করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করায় শচীনের থেকে হাতছোঁয়া দূরত্বে আছেন কোহলি। শচীন ওয়ানডেতে করেছেন ৪৯ সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি করার কীর্তি গড়েন কোহলি। গতকালের আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কোহলির আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। ২০১৫,২০১৯-এই দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১টি করে সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
৭-রোহিত শর্মা
৬-শচীন টেন্ডুলকার
৪-সৌরভ গাঙ্গুলী
৩-শিখর ধাওয়ান
৩-বিরাট কোহলি
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-রোহিত শর্মা (ভারত)
২-বিরাট কোহলি (ভারত)
১-বীরেন্দর শেবাগ (ভারত)
১-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪৯-শচীন টেন্ডুলকার (ভারত)
৪৮-বিরাট কোহলি (ভারত)
৩১-রোহিত শর্মা (ভারত)
৩০-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, আইসিসি একাদশ)
২৮-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা, এশিয়া একাদশ)
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
২ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
৩ ঘণ্টা আগেভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
৫ ঘণ্টা আগে