ক্রীড়া ডেস্ক
আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচেই দুই ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি।
গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিকমাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের ১৮ তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
ম্যাচের শেষ দুই ওভারেই অবশ্য কলকাতা-আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। ২২৩ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে আরসিবির দরকার ছিল ৩১ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৯ তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মারেন দিনেশ কার্তিক। কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন, তখন আরসিবির দরকার হয় ২১ রান। স্টার্ককে ৩ ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারের পঞ্চম বলে অসাধারণ কট এন্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে যখন ২ রান দরকার, তখন লকি ফার্গুসন ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। কলকাতা জেতে ১ রানে।
কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি।
কোহলি-গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফির পুরোটা জরিমানা দিয়েছিলেন। গম্ভীর তখন ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। কোহলি তো খেলছেন শুরু থেকেই আরসিবির হয়ে। এবারের আইপিএলে কলকাতা-আরসিবির প্রথমবারের দেখায় দুজনের সম্প্রীতির দৃশ্য নজর কেড়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির ইনিংসের বিরতির সময় গম্ভীর মাঠে আসেন। তখন কোহলি-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন:
আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচেই দুই ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি।
গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিকমাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের ১৮ তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
ম্যাচের শেষ দুই ওভারেই অবশ্য কলকাতা-আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। ২২৩ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে আরসিবির দরকার ছিল ৩১ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৯ তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মারেন দিনেশ কার্তিক। কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন, তখন আরসিবির দরকার হয় ২১ রান। স্টার্ককে ৩ ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারের পঞ্চম বলে অসাধারণ কট এন্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে যখন ২ রান দরকার, তখন লকি ফার্গুসন ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। কলকাতা জেতে ১ রানে।
কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি।
কোহলি-গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফির পুরোটা জরিমানা দিয়েছিলেন। গম্ভীর তখন ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। কোহলি তো খেলছেন শুরু থেকেই আরসিবির হয়ে। এবারের আইপিএলে কলকাতা-আরসিবির প্রথমবারের দেখায় দুজনের সম্প্রীতির দৃশ্য নজর কেড়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির ইনিংসের বিরতির সময় গম্ভীর মাঠে আসেন। তখন কোহলি-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন:
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩৭ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৪০ মিনিট আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে