আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচেই দুই ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি।
গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিকমাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের ১৮ তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
ম্যাচের শেষ দুই ওভারেই অবশ্য কলকাতা-আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। ২২৩ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে আরসিবির দরকার ছিল ৩১ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৯ তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মারেন দিনেশ কার্তিক। কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন, তখন আরসিবির দরকার হয় ২১ রান। স্টার্ককে ৩ ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারের পঞ্চম বলে অসাধারণ কট এন্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে যখন ২ রান দরকার, তখন লকি ফার্গুসন ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। কলকাতা জেতে ১ রানে।
কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি।
কোহলি-গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফির পুরোটা জরিমানা দিয়েছিলেন। গম্ভীর তখন ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। কোহলি তো খেলছেন শুরু থেকেই আরসিবির হয়ে। এবারের আইপিএলে কলকাতা-আরসিবির প্রথমবারের দেখায় দুজনের সম্প্রীতির দৃশ্য নজর কেড়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির ইনিংসের বিরতির সময় গম্ভীর মাঠে আসেন। তখন কোহলি-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন:
আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচেই দুই ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি।
গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিকমাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের ১৮ তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
ম্যাচের শেষ দুই ওভারেই অবশ্য কলকাতা-আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। ২২৩ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে আরসিবির দরকার ছিল ৩১ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৯ তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মারেন দিনেশ কার্তিক। কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন, তখন আরসিবির দরকার হয় ২১ রান। স্টার্ককে ৩ ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারের পঞ্চম বলে অসাধারণ কট এন্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে যখন ২ রান দরকার, তখন লকি ফার্গুসন ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। কলকাতা জেতে ১ রানে।
কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি।
কোহলি-গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফির পুরোটা জরিমানা দিয়েছিলেন। গম্ভীর তখন ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। কোহলি তো খেলছেন শুরু থেকেই আরসিবির হয়ে। এবারের আইপিএলে কলকাতা-আরসিবির প্রথমবারের দেখায় দুজনের সম্প্রীতির দৃশ্য নজর কেড়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির ইনিংসের বিরতির সময় গম্ভীর মাঠে আসেন। তখন কোহলি-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন:
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে