Ajker Patrika

কোহলি ফর্মে থাকলেই ম্যাচ জেতে ভারত, বলেছেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৩: ৪৬
Thumbnail image

টানা দুই ম্যাচে ফিফটি করে এবারের বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছেন বিরাট কোহলি। আর এ দুই ম্যাচেই জয়ী দল ভারত। কোহলির এই দারুণ ফর্মকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলি ফর্মে থাকলেই ভারত ম্যাচ জেতে।

মেলবোর্নে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন কোহলি। এই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। এখনো পর্যন্ত তাঁকে (কোহলি) আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।

ফর্মে থাকা কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘কোহলি এমন এক ধরনের খেলোয়াড়, যে ফর্মে থাকলেই ম্যাচ জেতে। এগুলো ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি পারফর্ম করবেন এবং দল জিতবে, এটার মানে হলো সবকিছু ভালোভাবে চলছে। কোহলি খুব দুর্দান্ত ফর্মে আছে।সে দারুণ ব্যাটিং করছে এবং ম্যাচ জিতছে।’

শুধু কোহলিই নন, ফর্মে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলির সঙ্গে রোহিত, সূর্যকুমারও ফিফটি করেছিলেন। ভারতের টপ অর্ডারকে তাই শক্তিশালী মনে করেন ইনজামাম। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘সূর্যকুমার ২৫ বলে ৫০ রান করেছে। রোহিতও ফিফটি করেছে। ভারতের টপ অর্ডারকে শক্তিশালী মনে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত