Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হতে দিল না কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক    
নারী কোপা আমেরিকার সেমিফাইনালে আজ আর্জেন্টিনাকে হারিয়েছে কলম্বিয়া। ছবি: এএফপি
নারী কোপা আমেরিকার সেমিফাইনালে আজ আর্জেন্টিনাকে হারিয়েছে কলম্বিয়া। ছবি: এএফপি

বিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।

বাংলাদেশ সময় আজ সকালে নারী কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। ইকুয়েডরের কুইটোর রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে ম্যাচটি বেশ রোমাঞ্চ ছড়িয়েছে। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে কলম্বিয়া। তাতে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হওয়ার ন্যুনতম যে সম্ভাবনা ছিল, সেটুকু নষ্ট হয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। কুইটোর রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে।

কলম্বিয়ার বিপক্ষে আজ শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রাখে কলম্বিয়া। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট। অন্যদিকে আর্জেন্টিনা ৩৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৩ শট। তবে নির্ধারিত সময়েও কোনো দল গোল আদায় করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে কলম্বিয়া-আর্জেন্টিনা দুই দলই চারবার করে গোল করেছে। ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা গোল করেন। তবে আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে বল জালে জড়াতে ব্যর্থ হলে কলম্বিয়া ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকিট কেটে। কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও কলম্বিয়া স্থান করে নিয়েছে।

আর্জেন্টিনাকে আজ হারিয়ে এক রকম প্রতিশোধ নিল কলম্বিয়ার নারী ফুটবল দল। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে গত বছর কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনার ছেলেদের ফুটবল দল। অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে ১১২ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাওতারো ফরোয়ার্ড। এবার মেয়েদের কোপা আমেরিকায় আর্জেন্টিনার পথচলা থেমে গেল সেমিফাইনালে।

এবার মেয়েদের কোপা আমেরিকার দশম টুর্নামেন্ট হচ্ছে। এর আগে ৯ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। কেবল ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার নারী কোপা আমেরিকা হয়েছিল আর্জেন্টিনা। এবার চ্যাম্পিয়ন হলে টানা পাঁচবার নারী কোপা আমেরিকায় শিরোপা জিতবে ব্রাজিল।২ আগস্ট বাংলাদেশ সময় রাত তিনটায় হবে এবারের কোপা আমেরিকার ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত