Ajker Patrika

ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু

আপডেট : ১৮ মে ২০২৪, ১৬: ২৩
ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। কিন্তু স্বাগতিক যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছেই ঝড়ের মুখে পড়েছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। 

ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্রঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস রাজ্যের শহরটির। এই শহরেই মাঠ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বিশ্বকাপ খেলতে নামার আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। 

দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজটি হবে কি না, তা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। ঝড়ের কারণে মাঠের বেশির ভাগ স্থাপনা ভেঙে গেছে বলে জানিয়েছেন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, ’২১ মে শুরু হওয়ার কথা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু হিউস্টনের গত বৃহস্পতিবারের ঝড়ে সিরিজটি হবে কি না শঙ্কা জেগেছে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অস্থায়ীভাবে বসানো স্থাপনা ধ্বংস হয়ে গেছে।’ 

বাংলাদেশ দলের আজ সিরিজটি সামনে রেখে অনুশীলন করার কথা। কিন্তু হিউস্টন শহরের বর্তমান আবহাওয়া শান্ত-সাকিবদের সেই সুযোগ দেবে কি না, তা নিয়েও শঙ্কা আছে। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২১ মে হওয়ার কথা। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত