Ajker Patrika

অবশেষে জয়ের দেখা পেল কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে জয়ের দেখা পেল কুমিল্লা

টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। 

দুই ওপেনার লিটন দাসের ঝোড়ো ব্যাটিং এবং মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ইনিংসে ১৫ বল হাতে রেখেই চট্টগ্রামের ১৩৫ রান তাড়া করে কুমিল্লা। ২২ বলে ৪০ রান আসে লিটনের ব্যাট থেকে। ৪টি চার ও ৩ ছক্কা ছিল ইনিংসে। ৩৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। এ ছাড়া ইমরুল কায়েস ১৫ ও জাকের আলী করেছেন ২৩ রান। 

চট্টগ্রামের হয়ে মালিন্দা পুষ্পকুমারা ৩ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

এর আগে প্রথম ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ইনিংসের প্রথম ওভারেই উসমান খানকে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরান তানভীর ইসলাম। 

উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও'ডাউড ও আফিফ হোসেনের ৪৩ রানের জুটিতে বড় রানের আভাস দিচ্ছিল চট্টগ্রাম। ২১ বলে আফিফ ২৯ রানে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে বোল্ড হয়ে ফিরলে গতি হারায় চট্টগ্রামের ইনিংস। 

একপর্যায়ে ৯৮ রানে নেই ৭ উইকেট। তবে বোলারদের জন্য লড়াইয়ের পুঁজি আসে অধিনায়ক শুভাগত হোম ও লোয়ার অর্ডার ব্যাটার মেহেদী হাসান রানার ৩৭ রানের জুটিতে। ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন শুভাগত, রানা আউট হন ২ চারে ১৩ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত