ক্রীড়া ডেস্ক
ব্যাটিং, ফিল্ডিংয়ে বিরাট কোহলি কতটা দুর্দান্ত, সেটা তো সকলেরই জানা। ব্যাট হাতে ছোটান রানের ফুলঝুরি। পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ ধরে ম্যাচের গতিপথ পাল্টাতেও তাঁর জুরি মেলা ভার। সেই তুলনায় বোলার কোহলিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে হঠাৎই বল হাতে তুলে নিতে হয়েছে কোহলিকে।
ফিট না হওয়ায় একাদশে আজ খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। হার্দিক পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। ভারতীয় এই ক্রিকেটারের তিন বল থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিম দুজনে মিলে নিতে পেরেছেন ২ রান। ওয়ানডেতে ৬ বছরেরও বেশি সময় পর বোলিং করেছেন কোহলি। ২০১৭ এর আগস্টে কলম্বোর প্রেমাদাসায় সেদিন ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি।
ওয়ানডে বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবাবের মতো বোলিং করতে নেমেছেন কোহলি। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ ওভার বোলিং করে খরচ করেছেন ৭ রান। তার আগে ২০১১ বিশ্বকাপে দুইবার বোলিং করেছেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল-দুই ম্যাচেই এক ওভার করে বোলিং করেছেন। দুটো ম্যাচেই সমান ৬ রান করে খরচ করেছেন। সব মিলিয়ে বিশ্বকাপে ৩.৩ ওভার বোলিং করে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি কোহলি। আর ক্যারিয়ারে ২৮৫ ওয়ানডের মধ্যে ৪৯ ইনিংসে বোলিং করেছেন তিনি। ১০৭.২ ওভার বোলিং করে ৬৬৭ রান খরচ করে উইকেট নিয়েছেন ৪টি।
বিশ্বকাপে কোহলির বোলিং:
১ ওভার: ৬ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; কোয়ার্টার ফাইনাল; ২০১১; আহমেদাবাদ
১ ওভার: ৬ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ফাইনাল; ২০১১; মুম্বাই
১ ওভার: ৭ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; সেমিফাইনাল; ২০১৫;সিডনি
ব্যাটিং, ফিল্ডিংয়ে বিরাট কোহলি কতটা দুর্দান্ত, সেটা তো সকলেরই জানা। ব্যাট হাতে ছোটান রানের ফুলঝুরি। পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ ধরে ম্যাচের গতিপথ পাল্টাতেও তাঁর জুরি মেলা ভার। সেই তুলনায় বোলার কোহলিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে হঠাৎই বল হাতে তুলে নিতে হয়েছে কোহলিকে।
ফিট না হওয়ায় একাদশে আজ খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। হার্দিক পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। ভারতীয় এই ক্রিকেটারের তিন বল থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিম দুজনে মিলে নিতে পেরেছেন ২ রান। ওয়ানডেতে ৬ বছরেরও বেশি সময় পর বোলিং করেছেন কোহলি। ২০১৭ এর আগস্টে কলম্বোর প্রেমাদাসায় সেদিন ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি।
ওয়ানডে বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবাবের মতো বোলিং করতে নেমেছেন কোহলি। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ ওভার বোলিং করে খরচ করেছেন ৭ রান। তার আগে ২০১১ বিশ্বকাপে দুইবার বোলিং করেছেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল-দুই ম্যাচেই এক ওভার করে বোলিং করেছেন। দুটো ম্যাচেই সমান ৬ রান করে খরচ করেছেন। সব মিলিয়ে বিশ্বকাপে ৩.৩ ওভার বোলিং করে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি কোহলি। আর ক্যারিয়ারে ২৮৫ ওয়ানডের মধ্যে ৪৯ ইনিংসে বোলিং করেছেন তিনি। ১০৭.২ ওভার বোলিং করে ৬৬৭ রান খরচ করে উইকেট নিয়েছেন ৪টি।
বিশ্বকাপে কোহলির বোলিং:
১ ওভার: ৬ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; কোয়ার্টার ফাইনাল; ২০১১; আহমেদাবাদ
১ ওভার: ৬ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ফাইনাল; ২০১১; মুম্বাই
১ ওভার: ৭ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; সেমিফাইনাল; ২০১৫;সিডনি
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। সদ্য শেষ হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই।
৩২ মিনিট আগেবিশ্ব ক্রিকেটে ভারতের অনেক বেশি প্রভাব থাকাতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) বিদ্রুপ করে বলা হয় ভারতীয় ক্রিকেট সংস্থাও বলে থাকেন অনেকে। গত এক দশকে আইসিসি এভাবেই উপহাসের শিকার হচ্ছে বারবার। স্যার অ্যান্ডি রবার্টস সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন।
১ ঘণ্টা আগেসেঞ্চুরি করা এখন তামিম ইকবালের কাছে অনেক সহজ কাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন। আর তামিমের টানা সেঞ্চুরির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে মধ্যাহ্নভোজের আগে।
২ ঘণ্টা আগে২০০৮ সালের ৬ সেপ্টেম্বর। ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিম ইকবাল লড়েছিলেন ‘ওয়ান ম্যান আর্মির’ মতো। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গিয়েছিল ম্যাচটি। ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই ম্যাচটিই সবশেষ কোনো আন্তর্জাতিক ক্রিকেট।
২ ঘণ্টা আগে