Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে হঠাৎ বোলিং করলেন কেন কোহলি 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৬: ৩১
বাংলাদেশের বিপক্ষে হঠাৎ বোলিং করলেন কেন কোহলি 

ব্যাটিং, ফিল্ডিংয়ে বিরাট কোহলি কতটা দুর্দান্ত, সেটা তো সকলেরই জানা। ব্যাট হাতে ছোটান রানের ফুলঝুরি। পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ ধরে ম্যাচের গতিপথ পাল্টাতেও তাঁর জুরি মেলা ভার। সেই তুলনায় বোলার কোহলিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে হঠাৎই বল হাতে তুলে নিতে হয়েছে কোহলিকে।

ফিট না হওয়ায় একাদশে আজ খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। হার্দিক পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার।  চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। ভারতীয় এই ক্রিকেটারের তিন বল থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিম দুজনে মিলে নিতে পেরেছেন ২ রান। ওয়ানডেতে ৬ বছরেরও বেশি সময় পর বোলিং করেছেন কোহলি। ২০১৭ এর আগস্টে কলম্বোর প্রেমাদাসায় সেদিন ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি।  

ওয়ানডে বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবাবের মতো বোলিং করতে নেমেছেন কোহলি। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ ওভার বোলিং করে খরচ করেছেন ৭ রান। তার আগে ২০১১ বিশ্বকাপে দুইবার বোলিং করেছেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল-দুই ম্যাচেই এক ওভার করে বোলিং করেছেন। দুটো ম্যাচেই সমান ৬ রান করে খরচ করেছেন। সব মিলিয়ে বিশ্বকাপে ৩.৩ ওভার বোলিং করে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি কোহলি। আর ক্যারিয়ারে ২৮৫ ওয়ানডের মধ্যে ৪৯ ইনিংসে বোলিং করেছেন তিনি। ১০৭.২ ওভার বোলিং করে ৬৬৭ রান খরচ করে উইকেট নিয়েছেন ৪টি।  

বিশ্বকাপে কোহলির বোলিং: 
১ ওভার: ৬ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; কোয়ার্টার ফাইনাল; ২০১১; আহমেদাবাদ
১ ওভার: ৬ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ফাইনাল; ২০১১; মুম্বাই
১ ওভার: ৭ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; সেমিফাইনাল; ২০১৫;সিডনি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত