নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ের প্রথম অধ্যায়ে ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাট করতেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কান কোচ চলে যাওয়ার পর, অর্থাৎ ২০১৭ সালের পর সব সময় তিনে ব্যাটিং করতেন এই অলরাউন্ডার। কিন্তু দ্বিতীয় ধাপে হাথুরু আসার পর প্রথম ওয়ানডেতেই সাকিবকে আবারও ব্যাটিং করতে দেখা গেছে পাঁচে।
এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, 'বাঁহাতি-ডানহাতি একটা কম্বিনেশন ছিল—মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সে কারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’
সাকিবের পাঁচে ব্যাটিং করা এবং আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে কোন পজিশনে ব্যাটিং করবেন, তা নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি অবশ্য ব্যাপারটি সাকিব, অধিনায়ক (তামিম) ও কোচের ওপরই ছেড়ে দিয়েছেন।
আজ রাতে সংবাদমাধ্যমকে পাপন বললেন, 'কে কত নম্বরে ব্যাটিং করবে জানি না। কালকে কী হবে-ওরা যদি একটা কিছু বলেও সেটাই যে হবে এমন কোনো কথা নেই। আগের অভিজ্ঞতা থেকে বলি, এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাট করতে চায় তাহলে কোন অধিনায়ক বা কোচ না করবে না।'
পাপন মনে করেন, সাকিব নিজের ইচ্ছেতেই পাঁচে ব্যাটিংয়ে নেমেছেন। বোর্ড সভাপতি বললেন, 'কাজেই এটা ওর অসম্মতিতে হয়েছে, মনঃক্ষুণ্ন কিনা সেরকম কিছু ভাবার সুযোগও নেই। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাট করতে চাও কিনা সে বলেছে দলের জন্য যেখানে দরকার সেখানে করতে রাজি, এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিজ্ঞেস করাটা কঠিন।'
বিসিবি সভাপতি বলেন, 'এটা সাকিব, অধিনায়ক ও কোচকে জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমি যদি বলি ওকে পাঁচে করলেই ভালো, দেখা যাবে ওকে অন্য জায়গায় খেলাচ্ছে। শান্ত যদি আউট হতো তাহলে অবশ্যই চারে ও (সাকিব) নেমে যেত। এটা আসলে ওই পরিস্থিতিতে কি হচ্ছে সেটা বলা কঠিন।'
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ের প্রথম অধ্যায়ে ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাট করতেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কান কোচ চলে যাওয়ার পর, অর্থাৎ ২০১৭ সালের পর সব সময় তিনে ব্যাটিং করতেন এই অলরাউন্ডার। কিন্তু দ্বিতীয় ধাপে হাথুরু আসার পর প্রথম ওয়ানডেতেই সাকিবকে আবারও ব্যাটিং করতে দেখা গেছে পাঁচে।
এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, 'বাঁহাতি-ডানহাতি একটা কম্বিনেশন ছিল—মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সে কারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’
সাকিবের পাঁচে ব্যাটিং করা এবং আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে কোন পজিশনে ব্যাটিং করবেন, তা নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি অবশ্য ব্যাপারটি সাকিব, অধিনায়ক (তামিম) ও কোচের ওপরই ছেড়ে দিয়েছেন।
আজ রাতে সংবাদমাধ্যমকে পাপন বললেন, 'কে কত নম্বরে ব্যাটিং করবে জানি না। কালকে কী হবে-ওরা যদি একটা কিছু বলেও সেটাই যে হবে এমন কোনো কথা নেই। আগের অভিজ্ঞতা থেকে বলি, এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাট করতে চায় তাহলে কোন অধিনায়ক বা কোচ না করবে না।'
পাপন মনে করেন, সাকিব নিজের ইচ্ছেতেই পাঁচে ব্যাটিংয়ে নেমেছেন। বোর্ড সভাপতি বললেন, 'কাজেই এটা ওর অসম্মতিতে হয়েছে, মনঃক্ষুণ্ন কিনা সেরকম কিছু ভাবার সুযোগও নেই। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাট করতে চাও কিনা সে বলেছে দলের জন্য যেখানে দরকার সেখানে করতে রাজি, এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিজ্ঞেস করাটা কঠিন।'
বিসিবি সভাপতি বলেন, 'এটা সাকিব, অধিনায়ক ও কোচকে জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমি যদি বলি ওকে পাঁচে করলেই ভালো, দেখা যাবে ওকে অন্য জায়গায় খেলাচ্ছে। শান্ত যদি আউট হতো তাহলে অবশ্যই চারে ও (সাকিব) নেমে যেত। এটা আসলে ওই পরিস্থিতিতে কি হচ্ছে সেটা বলা কঠিন।'
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৫ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে