ডারবান টেস্ট
৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
হাতে আছে দুই দিন ও ৫ উইকেট—অন্তত ড্র করতে হলেও অলৌকিক কিছু করতে হবে লঙ্কানদের। এমন অসম্ভবকে কি সম্ভব করতে পারবেন দীনেশ চান্দিমাল (২৯) ও ধনাঞ্জয়া ডি সিলভা (০) ! নিজেরাও হয়তো সেই আশা না করলেও হারটাকে বিলম্বিত করতে আগামীকাল চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন দুজনে।
আজ দক্ষিণ আফ্রিকা ডারবানে সিরিজের প্রথম টেস্ট জয়ের আশা নিয়ে দিন পার করেছে ত্রিস্তান স্তাবস (১২২) ও অধিনায়ক টেম্বা বাভুমার (১১৩) সেঞ্চুরিতে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেট ৩৬৬ রানে। স্তাবস ১৭ ও বাভুমা ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। চা বিরতির আগে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে চতুর্থ উইকেটে করেন ২৪৯ রানের জুটি।
বাভুমা ফেরার পরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তার আগে তিনি স্তাবসের সঙ্গে করেছেন লঙ্কানদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। তাতেই রানের পাহাড় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। আগেরটি ছিল ৫০৭, কেপটাউনে ২০১৭ সালে।
আজ তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও প্রোটিয়া পেসারদের তোপের সামনে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। গতকাল সারা দিনে পড়েছিল ১৯ উইকেট। তৃতীয় দিনে সেই সংখ্যাটা ৭। তার দুটি করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ১৯১ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে মাত্র ৪২।
৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
হাতে আছে দুই দিন ও ৫ উইকেট—অন্তত ড্র করতে হলেও অলৌকিক কিছু করতে হবে লঙ্কানদের। এমন অসম্ভবকে কি সম্ভব করতে পারবেন দীনেশ চান্দিমাল (২৯) ও ধনাঞ্জয়া ডি সিলভা (০) ! নিজেরাও হয়তো সেই আশা না করলেও হারটাকে বিলম্বিত করতে আগামীকাল চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন দুজনে।
আজ দক্ষিণ আফ্রিকা ডারবানে সিরিজের প্রথম টেস্ট জয়ের আশা নিয়ে দিন পার করেছে ত্রিস্তান স্তাবস (১২২) ও অধিনায়ক টেম্বা বাভুমার (১১৩) সেঞ্চুরিতে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেট ৩৬৬ রানে। স্তাবস ১৭ ও বাভুমা ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। চা বিরতির আগে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে চতুর্থ উইকেটে করেন ২৪৯ রানের জুটি।
বাভুমা ফেরার পরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তার আগে তিনি স্তাবসের সঙ্গে করেছেন লঙ্কানদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। তাতেই রানের পাহাড় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। আগেরটি ছিল ৫০৭, কেপটাউনে ২০১৭ সালে।
আজ তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও প্রোটিয়া পেসারদের তোপের সামনে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। গতকাল সারা দিনে পড়েছিল ১৯ উইকেট। তৃতীয় দিনে সেই সংখ্যাটা ৭। তার দুটি করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ১৯১ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে মাত্র ৪২।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে