Ajker Patrika

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু বিপিএল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫: ১৪
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু বিপিএল

আলোচনা-সমালোচনার পাশ কাটিয়ে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। জাঁকজমকপূর্ণ আয়োজনের যে আভাস আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—উদ্বোধনী দিনে তার বাস্তব রূপও দেখা গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

হাতে চার-ছক্কার প্ল্যাকার্ড আর স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকার সমর্থকেরাও খেলা শুরুর বেশ আগে থেকেই মাঠে উপস্থিত হয়েছেন। বেলুন উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে উদ্বোধন হলো খেলার। উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ও নতুন যুব-ক্রীড়া নাজমুল হাসান পাপন।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।  

দুর্দান্ত ঢাকার একাদশ: 
মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, উসমান কাদির।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: 
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, রোস্টন চেজ, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেথু ফোর্ড ও মুশফিক হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত