Ajker Patrika

‘মাথার যন্ত্রণা’য় ক্রিকেটকেই বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১০: ৪৮
ক্রিকেট থেকে অবসরে উইল পুকোভস্কি। ছবি: ক্রিকইনফো
ক্রিকেট থেকে অবসরে উইল পুকোভস্কি। ছবি: ক্রিকইনফো

কনকাশন সমস্যা নিয়ে অনেক দিন ধরেই ভুগছেন উইল পুকোভস্কি। সমস্যা কাটিয়ে ক্রিকেটে ফেরার ইচ্ছাও ছিল তাঁর। শেষ পর্যন্ত ক্রিকেটটা ছেড়ে দিতে বাধ্য হলেন। মাত্র ২৭ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

মেলবোর্নে আজ এসইএন রেডিওকে পুকোভস্কি জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা। ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘আমি চেয়েছিলাম পরিস্থিতি ভালো হলেই হয়তো ক্রিকেটে ফিরব। তবে আর ক্রিকেটে ফিরছি না। সত্যি বলতে আসলেই এটা কঠিন এক বছর হতে যাচ্ছে। আরও কয়েক ঘণ্টা ভেবে দেখার দরকার ছিল যে যাত্রাটা কত দূর যাবে। তবে সহজ বার্তা হচ্ছে কোনো ধরনের ক্রিকেটে আমি আর খেলছি না।’

পুকোভস্কি সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন গত বছরের মার্চে। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন ২৯ বলে ২২ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ২ বল খেলতে পেরেছিলেন। তাসমানিয়ার পেসার রিলে মেরেডিথের বাউন্সার আঘাত হেনেছিল পুকোভস্কির হেলমেটে। তখনই আহত অবসর হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন পুকোভস্কি। তখনই একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল পুকোভস্কিকে ক্রিকেট ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।

আহত অবসর হয়ে মাঠ ছাড়ার ঠিক আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন পুকোভস্কি। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলেছিলেন ১৩১ রানের ইনিংস। ২০২৩-২৪ মৌসুমে সেই সেঞ্চুরিটা পুকোভস্কিকে কিছুটা আশাবাদী করেছিল বলে আজ জানিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘সিডনিতে সেই সেঞ্চুরির পর ব্যক্তিগত জায়গা থেকে ভেবেছিলাম, কিছু জিনিস আমার পক্ষে কাজ করা শুরু করেছে। মাঠে ভালো করতে সবকিছু ঠিকঠাক করার জন্য অনেক চেষ্টা করেছি আমি।’

অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র একটা ম্যাচ খেলতে পেরেছেন পুকোভস্কি। ২০২১ সালে সিডনিতে ভারতের বিপক্ষে টেস্টে দুই ইনিংসেই ওপেনিং করেছিলেন। ৭২ রান করেছিলেন দুই ইনিংস মিলে। যার মধ্যে প্রথম ইনিংসে ছিল ৬২ রানের ইনিংস।

এক টেস্টেই আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন পুকোভস্কি। ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার জন্য সব সময়ই স্বপ্ন ছিল। ২০২১ সালে নিজেকে সে জায়গায় পেয়েছিলাম। আমার স্বপ্ন সেখানেই থেমে যায়নি। ব্যাটিং ইউনিটের নেতা হতে চেয়েছিলাম। খেলতে চেয়েছিলাম ১০০ টেস্ট। দুর্ভাগ্যবশত এক টেস্টেই শেষ হয়ে গেল।’

তাসমানিয়ার বিপক্ষে আহত অবসর হয়ে ফেরার পরই একটি স্বাধীন মেডিকেল প্যানেল পুকোভস্কিকে ক্রিকেট থেকে অবসরের পরামর্শ দিয়েছিলেন। কারণ, তাঁর ক্যারিয়ারে একাধিকবার কনকাশন সমস্যা হয়েছে। অস্ট্রেলিয়ার রুলস ফুটবলে খেলার সময় মাথায়ও ব্যথা পেয়েছিলেন। তবে তখন তাঁর চুক্তি, ইনস্যুরেন্স নিয়ে আলাপ-আলোচনা চলছিল। সেকারণেই অবসরের সিদ্ধান্ত নিতে এক বছর লেগেছে।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন পুকোভস্কি। যার মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। বাকি ১৪ ম্যাচ লিস্ট ‘এ’ ক্রিকেটে। ৪৫.১৯ গড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ২৩৫০। ৭ সেঞ্চুরি ও ৯ ফিফটি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত