Ajker Patrika

ভারতকে হতাশায় ডুবিয়ে নিউজিল্যান্ডের জয়ের সমতুল্য ড্র

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৭: ২৮
ভারতকে হতাশায় ডুবিয়ে নিউজিল্যান্ডের জয়ের সমতুল্য ড্র

কানপুরে টেস্ট ক্রিকেট যেন তার সব উত্তেজনা নিয়ে হাজির হয়েছিল। শেষ বল পর্যন্ত সম্ভাব্য দুটি ফল হতে পারত-ভারতের জয়, দুর্দান্ত লড়াইয়ে নিউজিল্যান্ডের ড্র। শেষ পর্যন্ত দ্বিতীয়টাই হয়েছে। শেষ দিনের শুরুতে দারুণ ব্যাটিংয়ের পর কিউইদের ব্যাটিং কলাপ্স সেখান থেকে লড়াইয়ে জমিয়ে ড্র। উত্তেজনার পারদ ছড়িয়েই শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।

ভারতের দেওয়া ২৮৪ রানের জবাবে নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষ করেছিল চার রানে এক উইকেট হারিয়ে। তবে শেষ দিনে নাইটওয়াচম্যান উইলিয়াম সামারভিলকে নিয়ে লড়াই জমিয়ে তোলেন টম ল্যাথাম। দুজনের ৭৭ রানের জুটি ভাঙে সামারভিলের বিদায়ে। ১১০ বলে ৩৬ রানে এক লড়াকু ইনিংস খেলেন এই লোয়ার অর্ডার ব্যাটার। তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আরেকটি জুটি গড়ে তোলেন ল্যাথাম। 

এই জুটি থেকে আসে ৩৯ রান। ১৪৬ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ল্যাথাম বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপরই যেন দৃশ্যপট বদলে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে কিউইরা। বোলারদের দাপটে ঘুরে দাঁড়িয়ে জয়ের সুবাস পেতে থাকে ভারত। ১১৮ থেকে ১৩৮ এই ২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ড। 

এরপর একটু একটু করে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে উদ্ধার করেন অভিষিক্ত রাচিন রবীন্দ্র। প্রথম শুরুটা পেসার কাইল জেমিসনকে নিয়ে। তবে রবীন্দ্র জাদেজার বলে জেমিসনের ফিরে যাওয়ার পর দ্রুতই বিদায় নেন টিম সাউদি। তবে শেষ ব্যাটার আজাজ প্যাটেলকে নিয়ে ভারতকে জয় বঞ্চিত করেন রাচিন। ৯১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন তাঁর সঙ্গী আজাজ। হতাশায় পুড়তে হয় দারুণ বোলিং করা জাদেজা-অশ্বিনদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত