এশিয়া কাপ শুরুর আগেই ভেন্যু নিয়ে জল ঘোলা তো কম হয়নি। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরও আরেক দফা এশিয়া কাপের ভেন্যু বদলানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ম্যাচও।
৩১ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম পর্ব। আজ ভারত-নেপাল ম্যাচ শেষ হলে প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষ হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেসে যাওয়াতেই যেন আয়োজক কর্তৃপক্ষের দুশ্চিন্তা বেড়ে গেছে। সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনালসহ ৬টা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা এই ৬ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কলম্বোতে সাধারণত অক্টোবরে বর্ষাকাল শুরু হলেও এবার তা আগেভাগেই চলে এসেছে। যার মধ্যে ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কলম্বো থেকে ম্যাচ সরে গেলে বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে জানা গেছে, ডাম্বুলার কাছে হোটেল ব্যবস্থাপনা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে কাজ চলছে। ক্যান্ডি ও কলম্বোর তুলনায় সাধারণত এই সময়ে বৃষ্টি কম হয়। আর শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের আয়োজক কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।
আগামীকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পরশু লাহোরে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। বাকি ৬ ম্যাচের ভেন্যু কলম্বো থেকে সরানো হবে কি না, তা এখনো জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোয় সেপ্টেম্বরে পুরুষ ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।
এশিয়া কাপ শুরুর আগেই ভেন্যু নিয়ে জল ঘোলা তো কম হয়নি। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরও আরেক দফা এশিয়া কাপের ভেন্যু বদলানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ম্যাচও।
৩১ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম পর্ব। আজ ভারত-নেপাল ম্যাচ শেষ হলে প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষ হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেসে যাওয়াতেই যেন আয়োজক কর্তৃপক্ষের দুশ্চিন্তা বেড়ে গেছে। সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনালসহ ৬টা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা এই ৬ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কলম্বোতে সাধারণত অক্টোবরে বর্ষাকাল শুরু হলেও এবার তা আগেভাগেই চলে এসেছে। যার মধ্যে ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কলম্বো থেকে ম্যাচ সরে গেলে বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে জানা গেছে, ডাম্বুলার কাছে হোটেল ব্যবস্থাপনা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে কাজ চলছে। ক্যান্ডি ও কলম্বোর তুলনায় সাধারণত এই সময়ে বৃষ্টি কম হয়। আর শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের আয়োজক কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।
আগামীকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পরশু লাহোরে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। বাকি ৬ ম্যাচের ভেন্যু কলম্বো থেকে সরানো হবে কি না, তা এখনো জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোয় সেপ্টেম্বরে পুরুষ ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।
‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
১ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
৪ ঘণ্টা আগেঅবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
৬ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের অনুসন্ধান দল। এবার তাদের নজরে রয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা।
৬ ঘণ্টা আগে