Ajker Patrika

মোস্তাফিজও আছেন টি-টেনের ড্রাফটে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০১
মোস্তাফিজও আছেন টি-টেনের ড্রাফটে

সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আবুধাবি টি-টেনের আগামী মৌসুমে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব অবশ্য এর মধ্যে বাংলা টাইগার্সের আইকন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ড্রাফটে মোস্তাফিজের নাম লেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ।

ড্রাফটে মোস্তাফিজের নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে টি-টেন কর্তৃপক্ষ লিখেছে, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুষ্মন্ত চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস-আবুধাবি টি-টেন সিজন ছয়ের ড্রাফটে আছেন।’

আবুধাবি টি-টেন লিগে সাকিব, তামিমের খেলার অভিজ্ঞতা থাকলেও, মোস্তাফিজ এই লিগে আগে খেলেননি। ড্রাফটে দল পেলে প্রথমবারের মতো টি-টেন লিগে খেলা হতে পারে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। তবে প্রথম মৌসুমে এই তিনজনই দল পেয়েছিলেন। সাকিব–তামিমকে অনাপত্তিপত্র (এনওসি) দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন মোস্তাফিজকে এনওসি দেয়নি।

সে হিসেবে বাংলা টাইগার্স কিনলেও খেলা হয়নি মোস্তাফিজের। প্রথম মৌসুমে কেরালা কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। সেবারই শিরোপা জিতেছিলেন এই তারকা অলরাউন্ডার। আর পাখতুনসের হয়ে প্রথম মৌসুমে খেলেছিলেন তামিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

শর্তের জালে মার্কিন চাপ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

কনসার্টে সহকর্মীকে জড়িয়ে সিইওর নাচ, ভাইরাল ভিডিওতে কী হলো শেষ পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত