Ajker Patrika

বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণা কবে, জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৩, ১১: ২২
বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণা কবে, জানাল ভারত

২০২৩ বিশ্বকাপের আর পাঁচ মাসও বাকি নেই। কিন্তু এখনো সূচি ঘোষণা করেনি আইসিসি। এ নিয়ে অবশ্য বেশ আলোচনা-সমালোচনাও চলছে। অবশেষে বিশ্বকাপের সূচি নিয়ে একটা ধারণা পাওয়া গেছে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভায় (এজিএম)।

আগামী ৭ জুন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালের পরই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণে সব ব্যাপার পর্যালোচনা করে দেখছি।’ সূচি নিয়ে গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলছিলেন, ‘সূচি নিয়ে আমাদের চেয়ে বেশি সমস্যা এশিয়ার বাইরের দলগুলোর।’ 

এদিকে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় এখনো ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। জয় শাহ জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত