ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ।
গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’
শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’
বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ।
গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’
শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’
বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১১ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে