ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি মানেই যেন বাংলাদেশের কাছে একরাশ হতাশা। দ্বিপক্ষীয় সিরিজ তো রয়েছেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ—মেজর টুর্নামেন্টেও বাংলাদেশ একের পর এক বাজে নজির স্থাপন করছে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে একটা পরিস্থিতিতে এখনো পড়েননি লিটন দাস-জাকের আলী অনিকরা।
পাকিস্তানের কাছে পরশু রাতে ১১ রানে হেরে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে। তবে লিটন-জাকেরদের প্রসঙ্গ আসছে গত রাতে ভারত-শ্রীলঙ্কা সুপার ফোর ম্যাচের কারণে। নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারত-শ্রীলঙ্কা ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। জেতা ম্যাচ হেরে যাওয়া, হারা ম্যাচ জেতা, কখনো সহজ ম্যাচ কঠিন করে জেতা—ক্রিকেটপ্রেমীদের হৃদযন্ত্রের চূড়ান্ত পরীক্ষা বাংলাদেশ নিয়ে থাকে হরহামেশাই। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ বছরের ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত সুপার ফোরে কোনো ম্যাচ খেলেনি। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই এমন অভিজ্ঞতা হয়নি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সুপার ওভার খেলার রেকর্ড নিউজিল্যান্ড। তাদের ৯টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। জিতেছে ২ ম্যাচ ও হেরেছে ৭ ম্যাচ। সুপার ওভারে ম্যাচ খেলার রেকর্ডে যৌথভাবে দুইয়ে ভারত ও শ্রীলঙ্কা। তারা প্রত্যেকেই ৬টি করে ম্যাচ খেলেছে। সুপার ওভারে নিষ্পত্তি হওয়া ৬ ম্যাচের ছয়টিতেই জিতেছে ভারত। প্রতিবেশী দেশ অপরাজেয় হলেও শ্রীলঙ্কার রেকর্ড এখানে খুব একটা সুখকর নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সুপার ওভারে লঙ্কানরা জিতেছে ২ ম্যাচ ও হেরেছে ৪ ম্যাচ।
টাইয়ের হিসেব করলে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ একটি করে বাড়বে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ ম্যাচ টাই করেছে নিউজিল্যান্ড। যার মধ্যে ২০০৬ সালে ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড দুই দলই ১২৮ রান করে স্কোরবোর্ডে জমা করেছিল। কিউইরা বোল আউট নিয়মে ৩-০ ব্যবধানে জেতে। ভারতের বোল আউটে জয়ের রেকর্ড পাকিস্তানের বিপক্ষে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ৩-০ ব্যবধানে জিতেছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের। সেবার মূল ম্যাচে দুই দলই ১৪১ রান করে স্কোরবোর্ডে জমা করেছিল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৭৮ ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। এই তালিকায় তাদের পরই আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভারত এখন পর্যন্ত ২৫৩ ম্যাচ খেলেছে। বাংলাদেশ টি-টোয়েন্টিতে ২০৩ ম্যাচ খেলে জিতেছে ৮১ ম্যাচ। হেরেছে ১১৭ ম্যাচ এবং পাঁচ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ টি-টোয়েন্টিতে ৯ দল ২০০-এর বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছে।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভারত গত রাতে ৫ উইকেটে করেছে ২০২ রান। অভিষেক শর্মা ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কাও ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পাথুম নিশাঙ্কা। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ১০৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম সেঞ্চুরি। ফাইনালের আগে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা সেমিফাইনাল মনে করে খেলেছিল বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাইয়ে আগামীকাল এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড
নিউজিল্যান্ড ৯
ভারত ৬
শ্রীলঙ্কা ৬
পাকিস্তান ৪
কাতার ৪
টি-টোয়েন্টি মানেই যেন বাংলাদেশের কাছে একরাশ হতাশা। দ্বিপক্ষীয় সিরিজ তো রয়েছেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ—মেজর টুর্নামেন্টেও বাংলাদেশ একের পর এক বাজে নজির স্থাপন করছে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে একটা পরিস্থিতিতে এখনো পড়েননি লিটন দাস-জাকের আলী অনিকরা।
পাকিস্তানের কাছে পরশু রাতে ১১ রানে হেরে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে। তবে লিটন-জাকেরদের প্রসঙ্গ আসছে গত রাতে ভারত-শ্রীলঙ্কা সুপার ফোর ম্যাচের কারণে। নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারত-শ্রীলঙ্কা ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। জেতা ম্যাচ হেরে যাওয়া, হারা ম্যাচ জেতা, কখনো সহজ ম্যাচ কঠিন করে জেতা—ক্রিকেটপ্রেমীদের হৃদযন্ত্রের চূড়ান্ত পরীক্ষা বাংলাদেশ নিয়ে থাকে হরহামেশাই। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ বছরের ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত সুপার ফোরে কোনো ম্যাচ খেলেনি। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই এমন অভিজ্ঞতা হয়নি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সুপার ওভার খেলার রেকর্ড নিউজিল্যান্ড। তাদের ৯টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। জিতেছে ২ ম্যাচ ও হেরেছে ৭ ম্যাচ। সুপার ওভারে ম্যাচ খেলার রেকর্ডে যৌথভাবে দুইয়ে ভারত ও শ্রীলঙ্কা। তারা প্রত্যেকেই ৬টি করে ম্যাচ খেলেছে। সুপার ওভারে নিষ্পত্তি হওয়া ৬ ম্যাচের ছয়টিতেই জিতেছে ভারত। প্রতিবেশী দেশ অপরাজেয় হলেও শ্রীলঙ্কার রেকর্ড এখানে খুব একটা সুখকর নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সুপার ওভারে লঙ্কানরা জিতেছে ২ ম্যাচ ও হেরেছে ৪ ম্যাচ।
টাইয়ের হিসেব করলে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ একটি করে বাড়বে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ ম্যাচ টাই করেছে নিউজিল্যান্ড। যার মধ্যে ২০০৬ সালে ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড দুই দলই ১২৮ রান করে স্কোরবোর্ডে জমা করেছিল। কিউইরা বোল আউট নিয়মে ৩-০ ব্যবধানে জেতে। ভারতের বোল আউটে জয়ের রেকর্ড পাকিস্তানের বিপক্ষে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ৩-০ ব্যবধানে জিতেছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের। সেবার মূল ম্যাচে দুই দলই ১৪১ রান করে স্কোরবোর্ডে জমা করেছিল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৭৮ ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। এই তালিকায় তাদের পরই আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভারত এখন পর্যন্ত ২৫৩ ম্যাচ খেলেছে। বাংলাদেশ টি-টোয়েন্টিতে ২০৩ ম্যাচ খেলে জিতেছে ৮১ ম্যাচ। হেরেছে ১১৭ ম্যাচ এবং পাঁচ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ টি-টোয়েন্টিতে ৯ দল ২০০-এর বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছে।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভারত গত রাতে ৫ উইকেটে করেছে ২০২ রান। অভিষেক শর্মা ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কাও ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পাথুম নিশাঙ্কা। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ১০৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম সেঞ্চুরি। ফাইনালের আগে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা সেমিফাইনাল মনে করে খেলেছিল বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাইয়ে আগামীকাল এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড
নিউজিল্যান্ড ৯
ভারত ৬
শ্রীলঙ্কা ৬
পাকিস্তান ৪
কাতার ৪
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৮ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৯ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগে