Ajker Patrika

তুমি তো এখন নতুন না, ভারতকে ম্যাচ জিতিয়ে দেখাও: গম্ভীর

আপডেট : ১৬ মে ২০২৪, ২২: ৩৩
তুমি তো এখন নতুন না, ভারতকে ম্যাচ জিতিয়ে দেখাও: গম্ভীর

খেলোয়াড়ি জীবনে অনেক ক্রিকেটারের সঙ্গে মাঠেই লেগে গেছে গৌতম গম্ভীরের। এখনো যখন সুযোগ পান, কাউকে কথা শোনাতে ছাড়েন না গম্ভীর। ভারতের তারকা ক্রিকেটারের মুখ থেকে যেন আগুনের হলকা বেরোয়। সঞ্জু স্যামসনকে এবার হুশিয়ারি দিলেন গম্ভীর। 

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্যামসনের অভিষেক ২০১৫ সালে। ভারতের জার্সিতে ৯ বছরে খেলেছেন ৪১ ম্যাচ। খেলেছেন ১৬ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৫ ম্যাচ। ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স হলেও ভারতের টি-টোয়েন্টি দলে সেই অর্থে মেলে ধরতে পারেননি। তবে বিশ্বকাপে খেলার সুযোগ কখনোই হয়নি তাঁর। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। স্যামসনকে নিয়ে ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘বিশ্বকাপ দলে তুমি এখন সুযোগ পেয়েছ। তোমার সামনে সুযোগ এসেছে। যদি তুমি সুযোগ পাও, তোমার কাজ হবে ভারতের হয়ে ম্যাচ জেতা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তোমার রয়েছে। তুমি তো এখন নতুন নয় যে আরও অপেক্ষা করতে হবে।’ 

স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। ১৩ ম্যাচে ৫০৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ছয়ে তিনি। গড় ৫৬ ও স্ট্রাইকরেট ১৫৬.৫২। আইপিএলের ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস গম্ভীরের। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বাদ তুমি পেয়েছ। আইপিএলে ভালো খেলেছ। এখন সুযোগ পেয়েছ বিশ্বকাপে খেলার। আশা করি সঞ্জু বিশ্বকাপে দেখাবে যে সে এই মঞ্চে খেলার জন্য তার কতটুকু সামর্থ্য রয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে যখন তুমি সফল হবে, তখন পুরো বিশ্ব দেখবে এবং মনে রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত