Ajker Patrika

বিশ্বকাপ শেষ কিউই অলরাউন্ডারের

আপডেট : ১৪ জুন ২০২৩, ১০: ৫০
বিশ্বকাপ শেষ কিউই অলরাউন্ডারের

অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মিচেল ব্রেসওয়েল। এতে করে নিশ্চয়ই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। অ্যাকিলিসের চোটে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি টোয়েন্টি ব্লাস্টে চোট পেয়েছেন ব্রেসওয়েল। গত ৯ জুন ইয়র্কশায়ারের বিপক্ষে ১১ রানে ব্যাটিং করার সময় কিউই ব্যাটারের ডান পা মাঝ পিচে মচকে যায়। এরপর ম্যাচ শেষ না করেই সাজঘরে ফেরেন তিনি। সেই ফেরাই তাঁকে দর্শক করে রাখছে ওয়ানডে বিশ্বকাপে।

ভারতে বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাসের বাকি। কিন্তু ব্রেসওয়েলের মাঠে ফিরতে ছয় থেকে আট মাস সময় লাগবে। ইংল্যান্ডেই তাঁর সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর না থাকা অক্টোবর-নভেম্বরে হওয়া বিশ্বকাপে বেশ পোড়াবে নিউজিল্যান্ডকে।

২০২২ সালে অভিষেকের পর থেকেই তিন সংস্করণে নিউজিল্যান্ডের নিয়মিত মুখ ব্রেসওয়েল। বাকি দুই সংস্করণে সেভাবে নিজেকে এখন মেলে ধরতে না পারলেও ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ১৯ ম্যাচে ৪২.৫০ গড়ে দুই সেঞ্চুরিতে ৫১০ রান করেছেন তিনি। বাঁ হাতে ব্যাটিং করা এই ব্যাটার ডান হাতের অফস্পিনে ১৫ উইকেটও পেয়েছেন।

ব্রেসওয়েলের মতো অলরাউন্ডারকে হারিয়ে আক্ষেপ করছেন কিউই কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘মিচেল একজন দুর্দান্ত টিমম্যান এবং সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ১৫ মাস ব্ল্যাকক্যাপদের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছে। আমরা তিন সংস্করণেই তার ব্যতিক্রমী দক্ষতা দেখেছি এবং সে ভারত বিশ্বকাপে আমাদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত