Ajker Patrika

সিডন্সের চাওয়া একটা বড় জুটি

সিডন্সের চাওয়া একটা বড় জুটি

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে অলআউট করে দারুণ কিছুর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। বোলাররা কাজটা ঠিকঠাক করলেও ব্যর্থ হয়েছে টপ অর্ডার ব্যাটাররা। দিনের শেষ ভাগে ১১ রান তুলতেই ৩ উইকেট নেই। কপালে চিন্তার ভাঁজ নিয়ে মাঠ ছেড়েছে উইকেটে থাকা মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে বড় জুটির কোনো বিকল্প নেই। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও মনে করে তাই। সিডন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, ‘আমাদের একটা বড় জুটি দরকার। সঙ্গে কজনের অবদান রাখতে পারলে আমরা ম্যাচটা জিততে পারব।’

ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান। উইকেটে আছেন মুশফিক - শান্ত। স্বীকৃত ব্যাটার হিসেবে অক্ষত আছে ইয়াসির  রাব্বি,লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের উইকেট। তবু পঞ্চম দিনে এই রান তাড়া করে জেতা সহজ নয়।  সিডন্স তাই বললেন, ‘পঞ্চম দিনের উইকেটে কাজটা অনেক কঠিন হবে। তবু আমাদের এভাবেই ভাবতে হবে এবং সামনের দিকে এগোতে হবে।’

বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি সিডন্স, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। আমাদের তারাই ম্যাচে ফিরিয়েছে। কিন্তু দিনের শেষ ভাগে আমরা দ্রুত ৩ উইকেট হারিয়েছি, আমরা যেভাবে চেয়েছিলাম শুরুটা সেভাবে হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত