আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনও আইপিএল বর্জনের ডাক দিয়েছিলেন ইনজামাম-উল হক। নতুন করে আবারও বলেছেন, আইপিএলের বিরুদ্ধে এখনই কঠোর হওয়া উচিত সব ক্রিকেট বোর্ডের। ভারতের এ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট পাঠানো বন্ধ করার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ইনজামামের দাবি, বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটের আইপিএল খেলতে ছাড়পত্র দেয়। কিন্তু বিসিসিআই অন্য দেশের টি-টোয়েন্টি লিগে ভারতের খেলোয়াড়দের খেলতে অনাপত্তিপত্র দেয় না। তাই বাকি বোর্ডগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা।’
ইনজামামের এই বক্তব্য মোটামুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়েছে। তিনি আরও বলেন, ‘বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলোরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’
বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন।
ভারতের পুরুষ ক্রিকেটাররা জাতীয় দল ও আইপিএল থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে—প্রথম শ্রেণির ও ৫০ ওভারের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনও আইপিএল বর্জনের ডাক দিয়েছিলেন ইনজামাম-উল হক। নতুন করে আবারও বলেছেন, আইপিএলের বিরুদ্ধে এখনই কঠোর হওয়া উচিত সব ক্রিকেট বোর্ডের। ভারতের এ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট পাঠানো বন্ধ করার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ইনজামামের দাবি, বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটের আইপিএল খেলতে ছাড়পত্র দেয়। কিন্তু বিসিসিআই অন্য দেশের টি-টোয়েন্টি লিগে ভারতের খেলোয়াড়দের খেলতে অনাপত্তিপত্র দেয় না। তাই বাকি বোর্ডগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা।’
ইনজামামের এই বক্তব্য মোটামুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়েছে। তিনি আরও বলেন, ‘বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলোরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’
বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন।
ভারতের পুরুষ ক্রিকেটাররা জাতীয় দল ও আইপিএল থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে—প্রথম শ্রেণির ও ৫০ ওভারের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে।
বিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
৮ মিনিট আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৩৬ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে