Ajker Patrika

বাংলাদেশ সিরিজ থেকে তারকা পাকিস্তানি ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ কী

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি হাসান আলী। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি হাসান আলী। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ সিরিজে একগাদা তারকা ক্রিকেটার ছাড়াই আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলীরা নেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। যার মধ্যে হাসানের বাদ পড়াটা চমকে দেওয়ার মতো। যেখানে বাংলাদেশের বিপক্ষে গত মাসে সবশেষ সিরিজেই দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অফফর্ম, চোটের কারণে বাবর-রিজওয়ান-হারিস রউফরা বাদ পড়লেও হাসানের দলে না থাকার কারণটা ভিন্ন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে জানা গেছে, হাসানের বাদ পড়াটা সাময়িক। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি ব্যস্ত। আগেই তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন পাকিস্তানি তারকা পেসার। ইংল্যান্ডে চলমান ভাইটালিটি ব্লাস্টে তিনি খেলছেন ওয়ারউইর্কশায়ারের হয়ে।

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়া হাসানকে ঠিক তার পরের সিরিজেই দেখা যেতে পারে। সূত্রের মাধ্যমে জানা গেছে, পাকিস্তানি তারকা পেসারকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগস্টে হতে যাওয়া সাদা বলের সিরিজের জন্য বিবেচনায় রেখেছেন পিসিবির নির্বাচকেরা। বাংলাদেশ সিরিজ শেষ করেই পাকিস্তান দল যাবে ক্যারিবীয় সফরে। সেই সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান।

ভাইটালিটি ব্লাস্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন হাসান। বোলিং করেছেন ৮.৬৮ ইকোনমিতে। টুর্নামেন্টে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। পাকিস্তানি এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন এ বছরের মে-জুন মাসে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৯.৫৩ ইকোনমিতে পেয়েছিলেন ৮ উইকেট। লাহোরে অনুষ্ঠিত সেই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট হাসান নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজেই।

শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মতো ক্রিকেটারদেরও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। ফিটনেস ইস্যু ও চোটের সমস্যার কারণে তাঁরা বাদ পড়েছেন। বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে দুই পাকিস্তানি ক্রিকেটার সালমান মির্জা ও আহমেদ দানিয়ালের। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২২ ও ২৪ জুলাই। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত