নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএলে এবারের আসরের দ্বিতীয় পর্বে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচের ৩ টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। সব মিলিয়ে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে শাহরুখ খানের কলকাতা।
দল দারুণ করলেও এতে ব্যাট হাতে কোনো ভূমিকা নেই এউইন মরগানের! সর্বশেষ পাঁচ ম্যাচে ৩.৭৫ গড়ে মরগানের রান যে মাত্র–১৫। মরগানের ব্যাটের চেয়েও এই সময়ে অতিরিক্ত কোটায় বেশি রান পেয়েছে কলকাতা। পাঁচ ম্যাচে ৬.৪০ গড়ে কলকাতার হয়ে ‘মিস্টার এক্সট্রার’ অবদান–৩২ রান!
বাজে পারফরম্যান্সের জন্য ইতিমধ্যেই মরগানের দিকে আঙুল তুলেছেন কলকাতার সমর্থকেরা। তাঁরা বলছেন, ‘দলে কোনোরকম অবদানই নেই মরগানের। তিনি যেন শুধুমাত্র অধিনায়কত্ব করতে মাঠে নামছেন।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই এ পর্বে শুরু হয় আইপিএলের যাত্রা শুরু করে কলকাতা । যেখানে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি মরগানের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ানসের। সেই ম্যাচে কলকাতা জয় পেলেও মরগান ৮ বলে করেন ৭ রান। মরগানের রান খরা অব্যাহত থাকে তৃতীয় ম্যাচেও। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এবার ১৪ বল খেলে ৮ রান করে ফেরেন ইংলিশ ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক। মরগানের ব্যর্থতার দিনে হারে কলকাতাও। চতুর্থ ম্যাচে তো আরও ভয়াবহ দশা মর্গানের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার ২ বল খেলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি ব্যাটার। সবমিলিয়ে চার ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে তার সংগ্রহ ১৫ রান।
এমন বাজে পারফরম্যানসের পর ক্রিকেটপ্রেমীদের কলকাতা দলে মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা কি অমূলক কিছু?
আইপিএলে এবারের আসরের দ্বিতীয় পর্বে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচের ৩ টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। সব মিলিয়ে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে শাহরুখ খানের কলকাতা।
দল দারুণ করলেও এতে ব্যাট হাতে কোনো ভূমিকা নেই এউইন মরগানের! সর্বশেষ পাঁচ ম্যাচে ৩.৭৫ গড়ে মরগানের রান যে মাত্র–১৫। মরগানের ব্যাটের চেয়েও এই সময়ে অতিরিক্ত কোটায় বেশি রান পেয়েছে কলকাতা। পাঁচ ম্যাচে ৬.৪০ গড়ে কলকাতার হয়ে ‘মিস্টার এক্সট্রার’ অবদান–৩২ রান!
বাজে পারফরম্যান্সের জন্য ইতিমধ্যেই মরগানের দিকে আঙুল তুলেছেন কলকাতার সমর্থকেরা। তাঁরা বলছেন, ‘দলে কোনোরকম অবদানই নেই মরগানের। তিনি যেন শুধুমাত্র অধিনায়কত্ব করতে মাঠে নামছেন।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই এ পর্বে শুরু হয় আইপিএলের যাত্রা শুরু করে কলকাতা । যেখানে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি মরগানের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ানসের। সেই ম্যাচে কলকাতা জয় পেলেও মরগান ৮ বলে করেন ৭ রান। মরগানের রান খরা অব্যাহত থাকে তৃতীয় ম্যাচেও। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এবার ১৪ বল খেলে ৮ রান করে ফেরেন ইংলিশ ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক। মরগানের ব্যর্থতার দিনে হারে কলকাতাও। চতুর্থ ম্যাচে তো আরও ভয়াবহ দশা মর্গানের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার ২ বল খেলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি ব্যাটার। সবমিলিয়ে চার ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে তার সংগ্রহ ১৫ রান।
এমন বাজে পারফরম্যানসের পর ক্রিকেটপ্রেমীদের কলকাতা দলে মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা কি অমূলক কিছু?
চোট যেন এবারের জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ডের পিছুই ছাড়ছে না। টেস্ট সিরিজ শুরুর আগে পড়ে একের পর এক ক্রিকেটার বিভিন্ন রকম চোটে আক্রান্ত হয়ে ছিটকে যাচ্ছেন সিরিজ থেকে। এমনকি ম্যাচ শুরুর যখন ২৪ ঘণ্টাও বাকি থাকে না, সেই সময় ক্রিকেটার বাদ পড়ার দুঃসংবাদ পায় কিউইরা।
৩৫ মিনিট আগেলেগস্পিনের ঘূর্ণিজাদুতে ব্যাটারদের ঘায়েল করতে ওস্তাদ রশিদ খান। তিনি যখন বোলিংয়ে আসেন, তাঁর প্রত্যেকটা বলেই মনে হয় এই বুঝি উইকেট পড়ল। ‘ব্যাটারদের যম’ নামে পরিচিত আফগান লেগস্পিনার গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
১ ঘণ্টা আগেলিওনেল মেসি যে আজ থাকবেন না, সেটা দুই দিন আগেই জানিয়ে দিয়েছিলেন ইন্টার মায়ামি প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো। তবু মেসির অভাব কিছুতেই টের পায়নি মায়ামি। লিগস কাপে আজ হেসেখেলে জিতেছে মায়ামি।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে না থাকার পর ওয়ানডে সিরিজেও শিমরন হেটমায়ারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে কঠ
১৪ ঘণ্টা আগে