Ajker Patrika

শুধু মুম্বাইয়েই হতে পারে আইপিএলের সব ম্যাচ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯: ২০
শুধু মুম্বাইয়েই হতে পারে আইপিএলের সব ম্যাচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের সব ম্যাচ আয়োজন হতে পারে মুম্বাইয়ে। আগামী ২৭ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। গতকাল বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এমন আভাস মিলেছে।

আইপিএলের সব ম্যাচ মুম্বাইয়ে আয়োজন করতে চাওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। মুম্বাইয়ে করোনার সংক্রমণ অনেকটাই কমে গেছে। আরেকটি বিষয়, আয়োজনের জন্য মুম্বাইকে বেছে নেওয়া হলে একসঙ্গে তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। তিনটি স্টেডিয়ামে ম্যাচ হলে দলগুলোকে এক শহর থেকে আরেক শহরে যেতে হবে না। এই সুবিধা আর কোনো শহরে নেই। 

মুম্বাইয়ে আইপিএল হলে আরেকটি সুবিধা হাতের কাছেই পাওয়া যাবে। এখান থেকে দরকার পড়লে পুনেতেও ম্যাচ আয়োজন করা যাবে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আইপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মুম্বাইয়ে আইপিএল আয়োজনের একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গত বছর আইপিএলের প্রথম অংশ চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ ও দিল্লিতে হয়েছিল। পরে করোনার সংক্রমণ বেড়ে গেলে মাঝপথেই থেমে যায়। বাকি ম্যাচগুলো হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার তাই একটিই শহরে আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত