ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দল ৬ উইকেটের জয় পেয়েছে।
টুর্নামেন্টের শুরুতেই দুর্দান্ত বোলিং করায় প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ। তবে খেলার বাইরে আরও একটি কারণে আলোচনায় আছেন বাংলাদেশি পেসার। জার্সিতে অ্যালকোহল জাতীয় পণ্যের লোগো ব্যবহার করছেন না মোস্তাফিজ। ধর্মীয় মূল্যবোধ থেকে নিজের জার্সিতে চেন্নাইয়ের অন্যতম পৃষ্ঠপোষক অ্যালকোহল ব্র্যান্ড এসএনজে রাখতে দেননি তিনি। ইসলাম ধর্মের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অ্যালকোহল পণ্যের প্রচারণায় নিজেকে জড়াতে রাজি হননি বাঁহাতি পেসার। সতীর্থদের ডান হাতে অ্যালকোহল পণ্যের লোগো থাকলেও মোস্তাফিজের তা নেই। বিষয়টি দলও স্বাভাবিকভাবে নিয়েছে।
সাধারণত এই ধরনের পৃষ্ঠপোষকেরা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে। সেখানে একজন তারকার হাতে না থাকলে কিছুটা আর্থিক ক্ষতি তো হয়ই। তবে ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধা রেখে বিষয়টি এখন ইতিবাচকভাবে নেয় পৃষ্ঠপোষকরা। সেটির অংশ হিসেবে মোস্তাফিজের জার্সিতেও প্রচারণামূলক লোগো নেই। বিষয়টি গতকাল রাতে ফিজ নিজেই নিশ্চিত করেছেন আজকের পত্রিকাকে।
মোস্তাফিজের আগেও আইপিএলে এমনটা দেখা গেছে। মোস্তাফিজের চেন্নাই সতীর্থ মঈন আলী যেমন ২০২১ আইপিএলে অ্যালকোহল জাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জার্সি পরেননি। মঈনের এমন সিদ্ধান্ত ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপেও দেখা গিয়েছিল। তবে এখানে অগ্রগণ্য দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। পরে তাঁর দেখানো পথেই মঈন, পাকিস্তানের বাবর আজম-ফাহিম আশরাফরা হেঁটেছেন।
গত বছর জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ বেটিং কোম্পানির লোগো জার্সি লাগাননি। টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপনের নাম ঢেকে খেলেছিলেন দুই বাংলাদেশি তারকা। প্রধান পৃষ্ঠপোষক ডব্লুবি উইন বাজ জুয়ার কোম্পানি বলেই ধর্মীয় অনুশাসন মেনেই ব্যবহার করেননি বাংলাদেশের দুই ক্রিকেটার।
চেন্নাইয়ের হয়ে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছেন মোস্তাফিজ। তাঁর আগুনে বোলিংয়ে শুরুতেই ধসে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। পরে অবশ্য ধাক্কা কাটিয়ে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় চেন্নাই।
প্রথম দুই ওভারেই ৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোস্তাফিজ। শেষ দুই ওভারে আর উইকেট না পেলে তাঁর বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট। হন ম্যাচসেরা। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ‘ফিফটি’ও করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১টি।
চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দল ৬ উইকেটের জয় পেয়েছে।
টুর্নামেন্টের শুরুতেই দুর্দান্ত বোলিং করায় প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ। তবে খেলার বাইরে আরও একটি কারণে আলোচনায় আছেন বাংলাদেশি পেসার। জার্সিতে অ্যালকোহল জাতীয় পণ্যের লোগো ব্যবহার করছেন না মোস্তাফিজ। ধর্মীয় মূল্যবোধ থেকে নিজের জার্সিতে চেন্নাইয়ের অন্যতম পৃষ্ঠপোষক অ্যালকোহল ব্র্যান্ড এসএনজে রাখতে দেননি তিনি। ইসলাম ধর্মের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অ্যালকোহল পণ্যের প্রচারণায় নিজেকে জড়াতে রাজি হননি বাঁহাতি পেসার। সতীর্থদের ডান হাতে অ্যালকোহল পণ্যের লোগো থাকলেও মোস্তাফিজের তা নেই। বিষয়টি দলও স্বাভাবিকভাবে নিয়েছে।
সাধারণত এই ধরনের পৃষ্ঠপোষকেরা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে। সেখানে একজন তারকার হাতে না থাকলে কিছুটা আর্থিক ক্ষতি তো হয়ই। তবে ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধা রেখে বিষয়টি এখন ইতিবাচকভাবে নেয় পৃষ্ঠপোষকরা। সেটির অংশ হিসেবে মোস্তাফিজের জার্সিতেও প্রচারণামূলক লোগো নেই। বিষয়টি গতকাল রাতে ফিজ নিজেই নিশ্চিত করেছেন আজকের পত্রিকাকে।
মোস্তাফিজের আগেও আইপিএলে এমনটা দেখা গেছে। মোস্তাফিজের চেন্নাই সতীর্থ মঈন আলী যেমন ২০২১ আইপিএলে অ্যালকোহল জাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জার্সি পরেননি। মঈনের এমন সিদ্ধান্ত ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপেও দেখা গিয়েছিল। তবে এখানে অগ্রগণ্য দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। পরে তাঁর দেখানো পথেই মঈন, পাকিস্তানের বাবর আজম-ফাহিম আশরাফরা হেঁটেছেন।
গত বছর জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ বেটিং কোম্পানির লোগো জার্সি লাগাননি। টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপনের নাম ঢেকে খেলেছিলেন দুই বাংলাদেশি তারকা। প্রধান পৃষ্ঠপোষক ডব্লুবি উইন বাজ জুয়ার কোম্পানি বলেই ধর্মীয় অনুশাসন মেনেই ব্যবহার করেননি বাংলাদেশের দুই ক্রিকেটার।
চেন্নাইয়ের হয়ে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছেন মোস্তাফিজ। তাঁর আগুনে বোলিংয়ে শুরুতেই ধসে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। পরে অবশ্য ধাক্কা কাটিয়ে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় চেন্নাই।
প্রথম দুই ওভারেই ৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোস্তাফিজ। শেষ দুই ওভারে আর উইকেট না পেলে তাঁর বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট। হন ম্যাচসেরা। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ‘ফিফটি’ও করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১টি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে