নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। বেলা ১১টা থেকে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সমর্থকদের ভিড়।
স্টেডিয়ামে পা রাখতেই আসিফ মাহমুদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সংগঠক-সামর্থকেরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। একটু পর ব্যক্তিগত গাড়িতে করে মিরপুরে স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল।
মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে যান আসিফ মাহমুদ। তামিম-সুজনরা তাঁকে মিরপুরের মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরিয়ে দেখান। পরিদর্শনের পর আবারও বিসিবি কার্যালয়ে বসেন তাঁরা। ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও।
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ বলেছিলেন, সিস্টেমে সংস্কার আনতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অনেকটা নেতৃত্বশূন্যতা কিংবা নির্জীব সময় পার করছে। অনেক পরিচালক দেশের বাইরে চলে গেছেন। দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত। আমরা এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব। ক্রীড়া ফেডারেশনগুলোয় সর্বোচ্চ রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনার চেষ্টা করব।’
কোনো ক্রীড়া ফেডারেশনে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না, গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের পরিকল্পনা করছি যারা অপকর্মে লিপ্ত, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা। ক্রীড়া ফেডারেশনগুলোয় গণতন্ত্র চর্চার বাস্তবায়ন করা। যেন কেউ একনায়কতন্ত্র চর্চার সুযোগ না পায়।’
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। বেলা ১১টা থেকে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সমর্থকদের ভিড়।
স্টেডিয়ামে পা রাখতেই আসিফ মাহমুদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সংগঠক-সামর্থকেরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। একটু পর ব্যক্তিগত গাড়িতে করে মিরপুরে স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল।
মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে যান আসিফ মাহমুদ। তামিম-সুজনরা তাঁকে মিরপুরের মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরিয়ে দেখান। পরিদর্শনের পর আবারও বিসিবি কার্যালয়ে বসেন তাঁরা। ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও।
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ বলেছিলেন, সিস্টেমে সংস্কার আনতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অনেকটা নেতৃত্বশূন্যতা কিংবা নির্জীব সময় পার করছে। অনেক পরিচালক দেশের বাইরে চলে গেছেন। দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত। আমরা এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব। ক্রীড়া ফেডারেশনগুলোয় সর্বোচ্চ রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনার চেষ্টা করব।’
কোনো ক্রীড়া ফেডারেশনে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না, গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের পরিকল্পনা করছি যারা অপকর্মে লিপ্ত, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা। ক্রীড়া ফেডারেশনগুলোয় গণতন্ত্র চর্চার বাস্তবায়ন করা। যেন কেউ একনায়কতন্ত্র চর্চার সুযোগ না পায়।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৩ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৯ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে