প্রায় এক বছরের ব্যবধানে আবারও বড় পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। রদবদল হচ্ছে ক্ষমতার। বোর্ডের চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার যে আশঙ্কা ও গুঞ্জন, সেটিই এখন সত্যি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পৃষ্ঠপোষকতায় পিসিবির এই গুরুত্বপূর্ণ পদে বসছেন নাজাম শেঠি। এর আগেও পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি।
পিসিবির নতুন ১৪ সদস্যের মনোনীত ব্যবস্থাপনা কমিটিতে আরও আছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর। আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে বোর্ডের নতুন কমিটির তালিকা প্রকাশ করে তাঁদের ধন্যবাদও জানিয়েছেন নাজাম শেঠি। দ্বিতীয় মেয়াদে পিসিবির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যমে কথাও বলেছেন তিনি।
এই অন্তবর্তীকালীন কমিটি পিসিবির সংবিধানে পরিবর্তন আনার জন্য ১২০ দিন হাতে পাচ্ছেন। মূলত শেঠি ২০১৪ সালের সংস্করণকে ফেরাচ্ছেন। বোর্ডের বর্তমান সংবিধানটি ২০১৯ সালের সংস্করণ। গত বুধবার এই ইঙ্গিত দিয়ে শেঠির টুইট, ‘রমিজ রাজার ক্রিকেট রাজত্ব শেষ। পিসিবি সংবিধানের ২০১৪ সংস্করণ পুনরায় ফিরছে। প্রথম শ্রেণির ক্রিকেট বাঁচানোর জন্য ব্যবস্থাপনা কমিটি নিরলসভাবে কাজ করবে। হাজার হাজার ক্রিকেটারের ফের কর্মসংস্থান হবে। ক্রিকেট থেকে দুর্ভিক্ষ শেষ হচ্ছে।’
গত এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। যার প্রেক্ষিতে গুঞ্জন চলছিল, পিসিবি প্রধানের পদ হারাচ্ছেন রমিজ। তবে সে যাত্রায় বেঁচে গেলেও সাবেক এই ক্রিকেটারের ওপর কোপটা পড়ল ঘরের মাটিতে বাবর আজমরা ১৭ বছর পর পাকিস্তান সফরে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর।
কেবল রমিজই নন, আগামী জুলাইয়ে বাবরের টেস্ট নেতৃত্ব হারানোরও শঙ্কা রয়েছে। এমনকি পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাতে বসেছেন সাকলাইন মুশতাকও। তবে সেটি জানা যাবে নিউজিল্যান্ড সিরিজের পর।
হঠাৎ কেন টালমাটাল অবস্থা পাকিস্তান ক্রিকেটে? তার কারণ খুঁজতে একটু পেছনে যেতে হবে। ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। এরপরই পদত্যাগ পত্র জমা দিতে হয় ২০১৩-২০১৮ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ও সিইও পদে থাকা শেঠির। গত বছরের আগস্টে সাবেক সতীর্থ রমিজকে বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেন ইমরান খান। তিনি এসে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লেগে বেশ সুনামও কুড়ান। তবে ইমরান খান ক্ষমতাচ্যুত হতেই বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্টজন ৭৩ বছর বয়সী শেঠিও নড়েচড়ে বসেন ফের হারানো সিংহাসন ফিরে পেতে। আর সেটিই এখন উদ্ধার করেছেন তিনি।
রমিজ রাজা অবশ্য এর আগে এক তর্কে-বিতর্কেও জড়ান। গত অক্টোবরে এসিসি সভাপতি ও বিসিসিআই সেক্রেটারি জানিয়েছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তার বেশ কড়া জবাবও দেন রাজা। জানান, এমনটা হলে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান।
প্রায় এক বছরের ব্যবধানে আবারও বড় পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। রদবদল হচ্ছে ক্ষমতার। বোর্ডের চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার যে আশঙ্কা ও গুঞ্জন, সেটিই এখন সত্যি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পৃষ্ঠপোষকতায় পিসিবির এই গুরুত্বপূর্ণ পদে বসছেন নাজাম শেঠি। এর আগেও পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি।
পিসিবির নতুন ১৪ সদস্যের মনোনীত ব্যবস্থাপনা কমিটিতে আরও আছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর। আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে বোর্ডের নতুন কমিটির তালিকা প্রকাশ করে তাঁদের ধন্যবাদও জানিয়েছেন নাজাম শেঠি। দ্বিতীয় মেয়াদে পিসিবির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যমে কথাও বলেছেন তিনি।
এই অন্তবর্তীকালীন কমিটি পিসিবির সংবিধানে পরিবর্তন আনার জন্য ১২০ দিন হাতে পাচ্ছেন। মূলত শেঠি ২০১৪ সালের সংস্করণকে ফেরাচ্ছেন। বোর্ডের বর্তমান সংবিধানটি ২০১৯ সালের সংস্করণ। গত বুধবার এই ইঙ্গিত দিয়ে শেঠির টুইট, ‘রমিজ রাজার ক্রিকেট রাজত্ব শেষ। পিসিবি সংবিধানের ২০১৪ সংস্করণ পুনরায় ফিরছে। প্রথম শ্রেণির ক্রিকেট বাঁচানোর জন্য ব্যবস্থাপনা কমিটি নিরলসভাবে কাজ করবে। হাজার হাজার ক্রিকেটারের ফের কর্মসংস্থান হবে। ক্রিকেট থেকে দুর্ভিক্ষ শেষ হচ্ছে।’
গত এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। যার প্রেক্ষিতে গুঞ্জন চলছিল, পিসিবি প্রধানের পদ হারাচ্ছেন রমিজ। তবে সে যাত্রায় বেঁচে গেলেও সাবেক এই ক্রিকেটারের ওপর কোপটা পড়ল ঘরের মাটিতে বাবর আজমরা ১৭ বছর পর পাকিস্তান সফরে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর।
কেবল রমিজই নন, আগামী জুলাইয়ে বাবরের টেস্ট নেতৃত্ব হারানোরও শঙ্কা রয়েছে। এমনকি পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাতে বসেছেন সাকলাইন মুশতাকও। তবে সেটি জানা যাবে নিউজিল্যান্ড সিরিজের পর।
হঠাৎ কেন টালমাটাল অবস্থা পাকিস্তান ক্রিকেটে? তার কারণ খুঁজতে একটু পেছনে যেতে হবে। ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। এরপরই পদত্যাগ পত্র জমা দিতে হয় ২০১৩-২০১৮ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ও সিইও পদে থাকা শেঠির। গত বছরের আগস্টে সাবেক সতীর্থ রমিজকে বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেন ইমরান খান। তিনি এসে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লেগে বেশ সুনামও কুড়ান। তবে ইমরান খান ক্ষমতাচ্যুত হতেই বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্টজন ৭৩ বছর বয়সী শেঠিও নড়েচড়ে বসেন ফের হারানো সিংহাসন ফিরে পেতে। আর সেটিই এখন উদ্ধার করেছেন তিনি।
রমিজ রাজা অবশ্য এর আগে এক তর্কে-বিতর্কেও জড়ান। গত অক্টোবরে এসিসি সভাপতি ও বিসিসিআই সেক্রেটারি জানিয়েছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তার বেশ কড়া জবাবও দেন রাজা। জানান, এমনটা হলে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৯ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১০ ঘণ্টা আগে