Ajker Patrika

হঠাৎ কেন টালমাটাল পাকিস্তান ক্রিকেট

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

প্রায় এক বছরের ব্যবধানে আবারও বড় পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। রদবদল হচ্ছে ক্ষমতার। বোর্ডের চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার যে আশঙ্কা ও গুঞ্জন, সেটিই এখন সত্যি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পৃষ্ঠপোষকতায় পিসিবির এই গুরুত্বপূর্ণ পদে বসছেন নাজাম শেঠি। এর আগেও পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। 

পিসিবির নতুন ১৪ সদস্যের মনোনীত ব্যবস্থাপনা কমিটিতে আরও আছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর। আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে বোর্ডের নতুন কমিটির তালিকা প্রকাশ করে তাঁদের ধন্যবাদও জানিয়েছেন নাজাম শেঠি। দ্বিতীয় মেয়াদে পিসিবির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যমে কথাও বলেছেন তিনি। 

এই অন্তবর্তীকালীন কমিটি পিসিবির সংবিধানে পরিবর্তন আনার জন্য ১২০ দিন হাতে পাচ্ছেন। মূলত শেঠি ২০১৪ সালের সংস্করণকে ফেরাচ্ছেন। বোর্ডের বর্তমান সংবিধানটি ২০১৯ সালের সংস্করণ। গত বুধবার এই ইঙ্গিত দিয়ে শেঠির টুইট, ‘রমিজ রাজার ক্রিকেট রাজত্ব শেষ। পিসিবি সংবিধানের ২০১৪ সংস্করণ পুনরায় ফিরছে। প্রথম শ্রেণির ক্রিকেট বাঁচানোর জন্য ব্যবস্থাপনা কমিটি নিরলসভাবে কাজ করবে। হাজার হাজার ক্রিকেটারের ফের কর্মসংস্থান হবে। ক্রিকেট থেকে দুর্ভিক্ষ শেষ হচ্ছে।’

গত এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। যার প্রেক্ষিতে গুঞ্জন চলছিল, পিসিবি প্রধানের পদ হারাচ্ছেন রমিজ। তবে সে যাত্রায় বেঁচে গেলেও সাবেক এই ক্রিকেটারের ওপর কোপটা পড়ল ঘরের মাটিতে বাবর আজমরা ১৭ বছর পর পাকিস্তান সফরে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর। 

কেবল রমিজই নন, আগামী জুলাইয়ে বাবরের টেস্ট নেতৃত্ব হারানোরও শঙ্কা রয়েছে। এমনকি পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাতে বসেছেন সাকলাইন মুশতাকও। তবে সেটি জানা যাবে নিউজিল্যান্ড সিরিজের পর। 

হঠাৎ কেন টালমাটাল অবস্থা পাকিস্তান ক্রিকেটে? তার কারণ খুঁজতে একটু পেছনে যেতে হবে। ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। এরপরই পদত্যাগ পত্র জমা দিতে হয় ২০১৩-২০১৮ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ও সিইও পদে থাকা শেঠির। গত বছরের আগস্টে সাবেক সতীর্থ রমিজকে বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেন ইমরান খান। তিনি এসে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লেগে বেশ সুনামও কুড়ান। তবে ইমরান খান ক্ষমতাচ্যুত হতেই বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্টজন ৭৩ বছর বয়সী শেঠিও নড়েচড়ে বসেন ফের হারানো সিংহাসন ফিরে পেতে। আর সেটিই এখন উদ্ধার করেছেন তিনি। 

রমিজ রাজা অবশ্য এর আগে এক তর্কে-বিতর্কেও জড়ান। গত অক্টোবরে এসিসি সভাপতি ও বিসিসিআই সেক্রেটারি জানিয়েছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তার বেশ কড়া জবাবও দেন রাজা। জানান, এমনটা হলে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত