Ajker Patrika

ছেলে-মেয়েদের সমান টাকার পুরস্কার দেবে আইসিসি

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২১: ৩৭
ছেলে-মেয়েদের সমান টাকার পুরস্কার দেবে আইসিসি

এক বছর আগেও পার্থক্যটা ছিল অনেক। ২০১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল বাংলাদেশি মুদ্রায় ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। চার মিলিয়ন ডলার পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর গত বছর হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিই ছিল মোট ৪৩ কোটি ৫০ লাখ টাকা। চ্যাম্পিয়নরা পায় ১৪ কোটি ৩৫ লাখ টাকা। 

এই আর্থিক বৈষম্য আর থাকছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ও নারী ইভেন্টে। এখন থেকে ছেলে-মেয়ে ক্রিকেটারদের সমান টাকার পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিশ্চিত করা হয়, আইসিসি ২০৩০ সালের সমান প্রাইজমানির প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন থেকে আইসিসির ইভেন্টে পুরুষ ও নারী দল সমান প্রাইজমানি পাবে। 

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘এটা আমাদের খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি উচ্ছ্বসিত, আইসিসির বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের সমানভাবে পুরস্কৃত করা হবে।’ 

বার্কলে আরও যোগ করেছেন, ‘২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট প্রাইজমানির লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতি বছর নারী ইভেন্টে প্রাইজমানি বাড়িয়েছি এবং এখন আমরা এখানে। নারী বিশ্বকাপজয়ীরাও পুরুষ বিশ্বকাপজয়ীদের সমান প্রাইজমানি পাবে। টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ক্ষেত্রেও এটা হবে।’ 

২০২০ ও ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। যেটা ছিল ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির পাঁচ গুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত