বাবর আজমের ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসা করে আসছেন ইমরান খান। পাকিস্তানের বর্তমান অধিনায়কের খেলায় মুগ্ধ সাবেক অধিনায়ক। ফলে তাঁকে নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এবারও উত্তরসূরিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
অন্যবারের থেকে ইমরানের এবারের প্রশংসা বাবরের জন্য বড় পাওয়া। কেননা কয়েক মাস ধরেই অধিনায়কত্ব নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ তিনি। তাঁকে দেশের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন অনেকে। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই পাকিস্তান খেলবে বলে জানা গেছে।
এমন অস্বস্তির মাঝে নিশ্চয়ই ইমরানের প্রশংসা বাবরের জন্য স্বস্তির। সম্প্রতি এক স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘আমাদের অধিনায়ক অসাধারণ একজন ব্যাটার। অনেক দিন পর এমন দুর্দান্ত একজন ব্যাটারকে দেখছি। তাঁকে সব দিক থেকে বিশ্লেষণ করে দেখেছি। কারণ ব্যাটারদের আমি বিশ্লেষণ করি বোলিংয়ের দিক থেকে।’
বাবর তাঁর সমসাময়িকদের পেছনে ফেলতে পারেন বলে বিশ্বাস ইমরানের। সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম বলেছেন, ‘বাবরের টেকনিক, প্রতিভা এবং টেমপারমেন্ট সবই দুর্দান্ত। একজন ব্যাটারের মধ্যে এই তিন গুণ খুবই বিরল। কিন্তু তাঁর মধ্যে সবই আছে। তাঁর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার।’
প্রধানমন্ত্রী থাকার সময় বাবরকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন বলে গত নভেম্বর জানিয়েছিলেন ইমরান। তাঁর পরামর্শেই ২০১৯ সালে বাবরকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরফরাজ আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এখনো নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ব্যাটার।
বাবর আজমের ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসা করে আসছেন ইমরান খান। পাকিস্তানের বর্তমান অধিনায়কের খেলায় মুগ্ধ সাবেক অধিনায়ক। ফলে তাঁকে নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এবারও উত্তরসূরিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
অন্যবারের থেকে ইমরানের এবারের প্রশংসা বাবরের জন্য বড় পাওয়া। কেননা কয়েক মাস ধরেই অধিনায়কত্ব নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ তিনি। তাঁকে দেশের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন অনেকে। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই পাকিস্তান খেলবে বলে জানা গেছে।
এমন অস্বস্তির মাঝে নিশ্চয়ই ইমরানের প্রশংসা বাবরের জন্য স্বস্তির। সম্প্রতি এক স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘আমাদের অধিনায়ক অসাধারণ একজন ব্যাটার। অনেক দিন পর এমন দুর্দান্ত একজন ব্যাটারকে দেখছি। তাঁকে সব দিক থেকে বিশ্লেষণ করে দেখেছি। কারণ ব্যাটারদের আমি বিশ্লেষণ করি বোলিংয়ের দিক থেকে।’
বাবর তাঁর সমসাময়িকদের পেছনে ফেলতে পারেন বলে বিশ্বাস ইমরানের। সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম বলেছেন, ‘বাবরের টেকনিক, প্রতিভা এবং টেমপারমেন্ট সবই দুর্দান্ত। একজন ব্যাটারের মধ্যে এই তিন গুণ খুবই বিরল। কিন্তু তাঁর মধ্যে সবই আছে। তাঁর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার।’
প্রধানমন্ত্রী থাকার সময় বাবরকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন বলে গত নভেম্বর জানিয়েছিলেন ইমরান। তাঁর পরামর্শেই ২০১৯ সালে বাবরকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরফরাজ আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এখনো নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ব্যাটার।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে