Ajker Patrika

ট্রিপল সেঞ্চুরিতে বিকেএসপির রিফাতের রেকর্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৭
ট্রিপল সেঞ্চুরিতে বিকেএসপির রিফাতের রেকর্ড

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। সেমিতে খেলছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮। সেই ম্যাচেই এক রেকর্ড গড়ে বসলেন রিফাত বেগ। 

রিফাত খেলছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। ওপেনিংয়ে নেমে ব্যাটিং করেছেন ৬৫০ মিনিট। প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন ব্যাটিংয়ে করলেন অপরাজিত ৩২০ রান। তাতে বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়ে ফেললেন তিনি। ৪৮৩ বলের ইনিংসে মেরেছেন ২৯ চার ও ৪ ছক্কা। রিফাতের ট্রিপল সেঞ্চুরির কীর্তিতে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দল নিজেদের প্রথম ইনিংসে ৫৪৯ রানে অলআউট হয়েছে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন আরেক ওপেনার ফাহিম মুনতাসির।

ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। টস জিতে প্রথমে ব্যাটিং করে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৫৪৯ রান করে বিকেএসপি পায় ৪০৬ রানের বিশাল লিড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১০০ রান। ফারনাদ হোসেন রাহিন ব্যাটিং করছেন ৬৫ রানে। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। আরেক ওপেনার পারভেজ ইসলাম ইমন অপরাজিত আছেন ৩০ রান করে। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩০৬ রান পেছনে ঢাকা মেট্রো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত