Ajker Patrika

অ্যালেনের উইকেট পেয়েই বেশি খুশি নাসুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৩: ০৬
অ্যালেনের উইকেট পেয়েই বেশি খুশি নাসুম

দ্বিতীয় ওভারে রিভার্স সুইপে দারুণ এক ছক্কায় ফিন অ্যালেন ইঙ্গিত দিচ্ছিলেন ঝড়ের। পরের ওভারেই নাসুম আহমেদকে একইভাবে সীমানার ওপারে ফেলার চেষ্টায় নিজের ‘মৃত্যু’ ডেকে আনেন এই ওপেনার। শুধু ফিন নয়, আজ ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়া নাসুম ফিরিয়েছেন আরও তিন কিউই ব্যাটসম্যানকে। 

ম্যাচ শেষে ভিডিওবার্তায় নাসুম জানিয়েছেন, চার উইকেটের মধ্যে ফিনের উইকেটটাই সেরা, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি আজ নিয়ে তিনবার আউট করলাম। অ্যালেনের উইকেটটাই তাই আমার কাছে বেশি ভালো লাগছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডেলিভারিটি খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্যে ছিল যেন ওর উইকেটটা পাই আমি। কারণ, আমার অভিষেক উইকেট ও (অ্যালেন)।’ 

ফিন রিভার্স সুইপ করতে চাইলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নাসমুকে পরামর্শ দিয়েছিলেন আরেকটু আস্তে বল ছাড়তে। তবে নাসুম জানিয়েছেন জোরের ওপর বল করেই ফেরানো গেছে নাসুমকে, ‘ফিন যখন রিভার্স সুইপ করছিল তখন রিয়াদ ভাই আমাকে বলল ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি। তো আমি যখন বোলিং করছি তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।’ 

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। দুই সিরিজেই দুর্দান্ত বোলিং করছেন নাসুম। অল্প দিনেই হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে বলতে গিয়ে নাসুম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কিনা জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন করছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর কোচও (রঙ্গনা হেরাথ) আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। গতকাল অনুশীলনে কোচ বলছিলেন এ উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। কালকে ওইটাই অনুশীলন করছিলাম আর আজ ওটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’ 

গত দুই সিরিজে মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত পাওয়ার প্লেতে বোলিং করছেন নাসুম। দুজনই পাচ্ছেন সাফল্য। এর পেছনের রহস্য নাসুম বলেছেন এভাবে, ‘আমাদের মধ্যে কথা হয়, তুমি একটা ওভার খারাপ করলে আমি এসে কাভার করে দেব বা আমি খারাপ করলে ও কাভার করবে। আমি আর মেহেদী প্রায় সময়ই এ ব্যাপারে কথা বলি। আমি ওকে উৎসাহ দিই আর ও আমাকে উৎসাহ দেয়।’ 

ঘরের কন্ডিশনে দারুণ বোলিং করলেও নাসুমের আসল পরীক্ষাটা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপে। সেটির বুঝতে পারছেন নাসুমও, আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক বা যাই হোক আমাকে ভালো করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানি না, আমার চেষ্টা থাকবে যতটুকু ভালো করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত