Ajker Patrika

বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন রশিদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৩: ৩২
Thumbnail image

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রশিদ খান। পরে অবশ্য সিদ্ধান্ত থেকে সরে আসেন আফগানিস্তানের লেগ স্পিনার। তবে সরে আসার পরও কাজ হলো না। 

পিঠের চোট যে রশিদকে আগামী বিগ ব্যাশে খেলতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়েই এবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। চোট এতটাই গুরুতর যে ছুরি-কাঁচির শরণাপন্ন হতে হবে তাঁকে। 

রশিদের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। দলটি বিবৃতিতে লিখেছে, ‘পিঠে ছোট অস্ত্রোপচারের কারণে কেএফসি বিগ ব্যাশ ১৩ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে রশিদ।’ 

অ্যাডিলেডের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন রশিদ তা বোঝা যায় দলের ম্যানেজার টিম নিয়েলসেনের কথায়, ‘স্ট্রাইকার্সের অন্যতম প্রিয় সদস্য রশিদ এবং ভক্তদেরও। সাত বছর ধরে সে আমাদের সঙ্গে আছে। দীর্ঘ সময় ক্রিকেটে থাকতে হলে তার চিকিৎসার প্রয়োজন। আমরা তার পাশে আছি।’ 

বিগ ব্যাশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম প্রত্যাহার করেছেন রশিদ। তবে চোটের কারণে লেগ স্পিনার নাম প্রত্যাহার করে নিলেও হ্যারি ব্রুক করেছেন ওয়ার্কলোড কমাতে। ব্যস্ত সূচির কারণে মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত