Ajker Patrika

নিষিদ্ধ বোলার আলিস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২০: ০৯
নিষিদ্ধ বোলার আলিস। ছবি: সৌজন্য
নিষিদ্ধ বোলার আলিস। ছবি: সৌজন্য

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান। সেই রেশ না কাটতেই এবার একই সমস্যায় বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার আলিস আল ইসলাম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই মিস্ট্রি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের অভিযোগ করেছেন আম্পায়াররা। বিপিএলের টেকনিক্যাল কমিটি ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং চলতি বিপিএলে পরবর্তী ম্যাচ থেকে বোলার আলিসকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান জানিয়েছেন, সাকিবের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। পরীক্ষায় সফল হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। বল করা ছাড়া খেলতে পারবেন তিনি, তবে সেটি শুধু ব্যাটার হিসেবেই।

আলিসের বোলিং নিষিদ্ধের ব্যাপারে টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান আজকের পত্রিকাকে বললেন, ‘গত ম্যাচে চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে করে ফিল্ড আম্পায়ার রিপোর্ট দিয়েছেন। আজকে যদিও সে ম্যাচ খেলেছে। আমরা তার বোলিংকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করছি। সাকিব আল হাসানের মতো আলিসকেও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করে বোলিং করতে পারবে।’

বোলিং নিষিদ্ধের ঘটনা আলিসের জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালে বিপিএল নিজের অভিষেক সংস্করণেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। সেবার পরীক্ষা দেওয়ার আগেই চোটে ৮ মাসের জন্য ছিটকে যান তিনি। পরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন এই রহস্য স্পিনার।

গত ১৯ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম ম্যাচে আলিসের বোলিং অ্যাকশনে সন্দেহ জাগে আম্পায়ারদের। চলতি বিপিএলে বল হাতেও বেশ দারুণ সময় কাটছে তাঁর। ৮ ম্যাচে ৬.২৬ ইকোনমিতে এরই মধ্যে শিকার করেছেন ১৩ উইকেট। তাঁর দল চিটাগং কিংসও প্লে-আফের সম্ভাবনা জাগিয়ে রেখেছে। আজ ঢাকা ক্যাপিটালের বিপক্ষেও ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আলিস। তবে দারুণ ছন্দে থেকেই পেলেন দুঃসংবাদ। পরের ম্যাচ থেকে বোলিং আর দেখা যাবে না তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত