নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫ রানে ৭ উইকেটের পতন—শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের এই ব্যাটিং ধস এখনও আলোচনায়। এরই মধ্যে আগামীকাল আবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তো ব্যাটিং লাইনআপের এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দাওয়াই কী!
প্রথম ওয়ানডেতে মূলত ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের স্পিনেই ভেঙে পড়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ। এ নিয়ে দলের মধ্যে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি এই ওপেনার। সেখানেই তিনি বললেন, ব্যাটিং ধস রুখতে কোচ ফিল সিমন্সের দাওয়াই পাওয়ার কথা।
সেটি কী? ব্যাটিংয়ে থিতু হয়ে যাওয়া ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে। উইকেট সেট হয়ে যাওয়ার পর তাঁদের দায়িত্ব নিয়ে খেলাটা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন উইকেটে নতুন আসা ব্যাটারদের জন্য। তাই চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে কোচ সিমন্স উইকেটে থিতু হয়ে লম্বা ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন তাঁর শিষ্যদের। সংবাদ সম্মেলনে সে কথাই বললেন তানজিদ, ‘প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ সেখানে আমাদের কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বলেছেন যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে। কারণ এই উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। ওদের দলে হাসারাঙ্গা আর কামিন্দুর মতো টপ কোয়ালিটি স্পিনার আছে। উইকেটে গিয়ে তাদের বিরুদ্ধে রান তোলা সহজ নয়।’
হাসারাঙ্গাদের খেলতে বিশেষ পরামর্শও শিষ্যদের দিয়েছেন কোচ। সে পরামর্শ কী? তানজিদের ভাষায়, ‘আমাদের বলা হয়েছে, বাঁহাতি ব্যাটারদের হাসারাঙ্গাকে একটু বেশি খেলা উচিত। কারণ ওর লেগস্পিন বাঁহাতিদের জন্য ততটা ভয়ংকর নয়, যতটা ডানহাতিদের জন্য। ডানহাতিদের বিপক্ষেই তার বল বেশি কার্যকর।’
সংবাদ সম্মেলনে বারবারই একটা বিষয় জোর দিয়ে বলেছেন তামিম তা হলো, ‘যারা সেট হবে, তাদের ইনিংসটা টেনে নিতে হবে।’
প্রথম ওয়ানডেতে তানজিদ আর শান্ত মিলে ৭১ রানে জুটি গড়েছিলেন। তাঁদের জুটি ভাঙতেই পরের ৫ রান যোগ করতেই বাংলাদেশ দল খুইয়ে ফেলে ৭ উইকেট। গত ম্যাচে পাওয়া সেই শিক্ষা নিয়েই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তানজিদ বললেন, ‘আমি আর শান্ত (সে দিন) আরও ৫–১০ ওভার খেলতে পারলে ম্যাচটা আমরা বের করতে আনতে পারতাম। তখন পরের ব্যাটারদের জন্য খেলা সহজ হয়ে যেত। সামনের ম্যাচে আমাদের শুধু একটাই বার্তা, যারা সেট হবে তারা যেন লম্বা ইনিংস খেলে আসে।’
সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে বাংলাদেশকে। তাই এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তামিম, ‘আরও দুই ম্যাচ বাকি। তবে দ্বিতীয় ম্যাচ নিয়েই আমাদের সব মনোযোগ। কারণ সিরিজ বাঁচিয়ে রাখার জন্য কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ।’
৫ রানে ৭ উইকেটের পতন—শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের এই ব্যাটিং ধস এখনও আলোচনায়। এরই মধ্যে আগামীকাল আবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তো ব্যাটিং লাইনআপের এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দাওয়াই কী!
প্রথম ওয়ানডেতে মূলত ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের স্পিনেই ভেঙে পড়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ। এ নিয়ে দলের মধ্যে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি এই ওপেনার। সেখানেই তিনি বললেন, ব্যাটিং ধস রুখতে কোচ ফিল সিমন্সের দাওয়াই পাওয়ার কথা।
সেটি কী? ব্যাটিংয়ে থিতু হয়ে যাওয়া ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে। উইকেট সেট হয়ে যাওয়ার পর তাঁদের দায়িত্ব নিয়ে খেলাটা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন উইকেটে নতুন আসা ব্যাটারদের জন্য। তাই চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে কোচ সিমন্স উইকেটে থিতু হয়ে লম্বা ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন তাঁর শিষ্যদের। সংবাদ সম্মেলনে সে কথাই বললেন তানজিদ, ‘প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ সেখানে আমাদের কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বলেছেন যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে। কারণ এই উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। ওদের দলে হাসারাঙ্গা আর কামিন্দুর মতো টপ কোয়ালিটি স্পিনার আছে। উইকেটে গিয়ে তাদের বিরুদ্ধে রান তোলা সহজ নয়।’
হাসারাঙ্গাদের খেলতে বিশেষ পরামর্শও শিষ্যদের দিয়েছেন কোচ। সে পরামর্শ কী? তানজিদের ভাষায়, ‘আমাদের বলা হয়েছে, বাঁহাতি ব্যাটারদের হাসারাঙ্গাকে একটু বেশি খেলা উচিত। কারণ ওর লেগস্পিন বাঁহাতিদের জন্য ততটা ভয়ংকর নয়, যতটা ডানহাতিদের জন্য। ডানহাতিদের বিপক্ষেই তার বল বেশি কার্যকর।’
সংবাদ সম্মেলনে বারবারই একটা বিষয় জোর দিয়ে বলেছেন তামিম তা হলো, ‘যারা সেট হবে, তাদের ইনিংসটা টেনে নিতে হবে।’
প্রথম ওয়ানডেতে তানজিদ আর শান্ত মিলে ৭১ রানে জুটি গড়েছিলেন। তাঁদের জুটি ভাঙতেই পরের ৫ রান যোগ করতেই বাংলাদেশ দল খুইয়ে ফেলে ৭ উইকেট। গত ম্যাচে পাওয়া সেই শিক্ষা নিয়েই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তানজিদ বললেন, ‘আমি আর শান্ত (সে দিন) আরও ৫–১০ ওভার খেলতে পারলে ম্যাচটা আমরা বের করতে আনতে পারতাম। তখন পরের ব্যাটারদের জন্য খেলা সহজ হয়ে যেত। সামনের ম্যাচে আমাদের শুধু একটাই বার্তা, যারা সেট হবে তারা যেন লম্বা ইনিংস খেলে আসে।’
সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে বাংলাদেশকে। তাই এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তামিম, ‘আরও দুই ম্যাচ বাকি। তবে দ্বিতীয় ম্যাচ নিয়েই আমাদের সব মনোযোগ। কারণ সিরিজ বাঁচিয়ে রাখার জন্য কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ।’
আগেই ধারণা করা হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু পরিবর্তন আসবে। আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ৩৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। ২০২২ সালের আগস্টে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
১০ ঘণ্টা আগেতাঁর গোলে বাংলাদেশ গত বছর ধরে রেখেছিল সাফের শিরোপা। সেই ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেলেন এশিয়ান কাপের মূল পর্বে। বাছাইয়ে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই আসে ঋতুপর্ণার পা থেকে। জেতার পর দেশে থাকা মাকে কল দিয়েছিলেন এই ফরোয়ার্ড। মেয়ের সাফল্যের কথা শুনে মায়ের অসুস্থতা
১২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেরা দারুণ শুরু করলেও হতাশ করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হারে ১১-০ গোলে।
১৩ ঘণ্টা আগেসাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ এখন এশিয়ার মঞ্চে। আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে তারা। সেখানে ১২ দলের মধ্যে সেরা ছয়ে থাকলে সরাসরি সুযোগ পাবে ২০২৭ বিশ্বকাপে। এমন সুযোগ হাতছাড়া করতে চান না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার।
১৩ ঘণ্টা আগে