বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩২ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে