Ajker Patrika

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ২২০, রাচিনের ৩ 

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ২২০, রাচিনের ৩ 

হ্যামিল্টন টেস্টের প্রথম দিন কিছুটা হলেও স্বস্তিতে পার করেছে দক্ষিণ আফ্রিকা। আনকোরা এক নতুন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে এসে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হয়েছিল প্রোটিয়ারা। দুই ইনিংসে করেছিল ১৬৭ ও ২৪৭। সেই তুলনায় আজ থেকে শুরু সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাদের বেশ ভালো কেটেছে বলা চলে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিন পার করেছে ৬ উইকেটে ২২০ রানে। 

সফরকারীদের শুরুটা অবশ্য আগের মতোই ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে ৪ রান জমা পড়তেই ভাঙে ওপেনিং জুটি। উইকেটরক্ষক ক্লাইড ফরচুনকে শূন্য হাতে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। ৬৩ রানে ৩  উইকেট হারায় তারা। তার সঙ্গে ১ রান করে মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনটা অবশ্য বেশ দেখেশুনে খেলেছে প্রোটিয়ারা। জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহাম দেয়াল তুলে রেখেছিলেন। 

এ দুই মিডল অর্ডার চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন ১১৮ বল খেলে। তার মধ্যে হামজা ২০ রান করেন ৯৯ বলে। বেডিংহাম ১০২ বলে করেন ৩৯ রান। দুজনকেই ফেরান রাচিন রবীন্দ্র। মাঝখানে তাঁর দ্বিতীয় শিকার কিগান পিটারসেন (২)। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলারও রাচিন। 

দ্বিতীয় সেশনে প্রোটিয়ারা উইকেট হারিয়েছে মাত্র একটি—সেটি বেডিংহামের, ড্রিংকসের আগে। রাচিনের বলে ফেরার আগে ষষ্ঠ উইকেটে রোয়ান ডি সোয়ার্ডের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। কিউইদের বাকি সময় আর উইকেট উদ্‌যাপন করতে দেয়নি সোয়ার্ড ও শন ফন বার্গের ১৬২ বলে ৭০ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন তাঁরাই। দিনের একমাত্র ফিফটিটি সোয়ার্ডের। এই সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটারের এটি প্রথম টেস্ট অর্ধশতকও। ১৩৫ বলে ৫৫ রান করে বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তিনি। বার্গ অপরাজিত ৮২ বলে ৩৪ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত