ক্রীড়া ডেস্ক
হ্যামিল্টন টেস্টের প্রথম দিন কিছুটা হলেও স্বস্তিতে পার করেছে দক্ষিণ আফ্রিকা। আনকোরা এক নতুন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে এসে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হয়েছিল প্রোটিয়ারা। দুই ইনিংসে করেছিল ১৬৭ ও ২৪৭। সেই তুলনায় আজ থেকে শুরু সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাদের বেশ ভালো কেটেছে বলা চলে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিন পার করেছে ৬ উইকেটে ২২০ রানে।
সফরকারীদের শুরুটা অবশ্য আগের মতোই ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে ৪ রান জমা পড়তেই ভাঙে ওপেনিং জুটি। উইকেটরক্ষক ক্লাইড ফরচুনকে শূন্য হাতে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। ৬৩ রানে ৩ উইকেট হারায় তারা। তার সঙ্গে ১ রান করে মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনটা অবশ্য বেশ দেখেশুনে খেলেছে প্রোটিয়ারা। জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহাম দেয়াল তুলে রেখেছিলেন।
এ দুই মিডল অর্ডার চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন ১১৮ বল খেলে। তার মধ্যে হামজা ২০ রান করেন ৯৯ বলে। বেডিংহাম ১০২ বলে করেন ৩৯ রান। দুজনকেই ফেরান রাচিন রবীন্দ্র। মাঝখানে তাঁর দ্বিতীয় শিকার কিগান পিটারসেন (২)। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলারও রাচিন।
দ্বিতীয় সেশনে প্রোটিয়ারা উইকেট হারিয়েছে মাত্র একটি—সেটি বেডিংহামের, ড্রিংকসের আগে। রাচিনের বলে ফেরার আগে ষষ্ঠ উইকেটে রোয়ান ডি সোয়ার্ডের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। কিউইদের বাকি সময় আর উইকেট উদ্যাপন করতে দেয়নি সোয়ার্ড ও শন ফন বার্গের ১৬২ বলে ৭০ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন তাঁরাই। দিনের একমাত্র ফিফটিটি সোয়ার্ডের। এই সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটারের এটি প্রথম টেস্ট অর্ধশতকও। ১৩৫ বলে ৫৫ রান করে বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তিনি। বার্গ অপরাজিত ৮২ বলে ৩৪ রানে।
হ্যামিল্টন টেস্টের প্রথম দিন কিছুটা হলেও স্বস্তিতে পার করেছে দক্ষিণ আফ্রিকা। আনকোরা এক নতুন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে এসে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হয়েছিল প্রোটিয়ারা। দুই ইনিংসে করেছিল ১৬৭ ও ২৪৭। সেই তুলনায় আজ থেকে শুরু সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাদের বেশ ভালো কেটেছে বলা চলে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিন পার করেছে ৬ উইকেটে ২২০ রানে।
সফরকারীদের শুরুটা অবশ্য আগের মতোই ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে ৪ রান জমা পড়তেই ভাঙে ওপেনিং জুটি। উইকেটরক্ষক ক্লাইড ফরচুনকে শূন্য হাতে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। ৬৩ রানে ৩ উইকেট হারায় তারা। তার সঙ্গে ১ রান করে মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনটা অবশ্য বেশ দেখেশুনে খেলেছে প্রোটিয়ারা। জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহাম দেয়াল তুলে রেখেছিলেন।
এ দুই মিডল অর্ডার চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন ১১৮ বল খেলে। তার মধ্যে হামজা ২০ রান করেন ৯৯ বলে। বেডিংহাম ১০২ বলে করেন ৩৯ রান। দুজনকেই ফেরান রাচিন রবীন্দ্র। মাঝখানে তাঁর দ্বিতীয় শিকার কিগান পিটারসেন (২)। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলারও রাচিন।
দ্বিতীয় সেশনে প্রোটিয়ারা উইকেট হারিয়েছে মাত্র একটি—সেটি বেডিংহামের, ড্রিংকসের আগে। রাচিনের বলে ফেরার আগে ষষ্ঠ উইকেটে রোয়ান ডি সোয়ার্ডের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। কিউইদের বাকি সময় আর উইকেট উদ্যাপন করতে দেয়নি সোয়ার্ড ও শন ফন বার্গের ১৬২ বলে ৭০ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন তাঁরাই। দিনের একমাত্র ফিফটিটি সোয়ার্ডের। এই সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটারের এটি প্রথম টেস্ট অর্ধশতকও। ১৩৫ বলে ৫৫ রান করে বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তিনি। বার্গ অপরাজিত ৮২ বলে ৩৪ রানে।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
১ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
২ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৪ ঘণ্টা আগে