মার্ক উডের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ যেতেই হতাশা ঝাড়লেন স্টিভ স্মিথ। মাঠ ছাড়তে ছাড়তেও হতাশা ছুঁয়ে গেল তাঁকে। হোবার্টে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে এবারের মতো শেষবার ব্যাটিং করতে নেমেছিলেন স্মিথ। শেষ ইনিংসে ২৭ রানের বেশি করতে পারেননি। পাঁচ টেস্টের আট ইনিংসে ব্যাটিং করে এবারের অ্যাশেজে একবারও তিন অঙ্ক ছুঁতে পারেননি।
আট ইনিংসে ৩০.৫০ গড়ে স্মিথের রান ২৪৪। সর্বোচ্চ ৯২। ফিফটি দুটি। অন্য যেকোনো ব্যাটারের জন্য কিছুটা স্বস্তির হলেও স্মিথের নামের পাশে রানের সংখ্যাটা বেমানানই বটে। ২০১০-১১ মৌসুমে নিজের প্রথম অ্যাশেজের পর এবারই প্রথম মর্যাদার এই লড়াইয়ে সেঞ্চুরির দেখা পাননি স্মিথ। সেই অ্যাশেজে অবশ্য তিনটি টেস্ট খেলেছিলেন। তবে তখনো নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি।
প্রথম আর এবারের সিরিজ বাদ দিলে মাঝখানের পাঁচ অ্যাশেজ সিরিজে স্মিথের সেঞ্চুরি ১১টি। এই সময়ে বিশ্ব ক্রিকেটে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন সাবেক এই অজি অধিনায়ক। ঘরের মাঠে অ্যাশেজ হওয়ায় ব্যাপারটা আরও হতাশার স্মিথের জন্য। গতবারের অ্যাশেজে ইংল্যান্ডের মাটিতে রানের বন্যা দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। এক বছরের নিষেধাজ্ঞা থেকে অ্যাশেজ দিয়েই মাঠে ফিরেছিলেন স্মিথ।
মার্ক উডের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ যেতেই হতাশা ঝাড়লেন স্টিভ স্মিথ। মাঠ ছাড়তে ছাড়তেও হতাশা ছুঁয়ে গেল তাঁকে। হোবার্টে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে এবারের মতো শেষবার ব্যাটিং করতে নেমেছিলেন স্মিথ। শেষ ইনিংসে ২৭ রানের বেশি করতে পারেননি। পাঁচ টেস্টের আট ইনিংসে ব্যাটিং করে এবারের অ্যাশেজে একবারও তিন অঙ্ক ছুঁতে পারেননি।
আট ইনিংসে ৩০.৫০ গড়ে স্মিথের রান ২৪৪। সর্বোচ্চ ৯২। ফিফটি দুটি। অন্য যেকোনো ব্যাটারের জন্য কিছুটা স্বস্তির হলেও স্মিথের নামের পাশে রানের সংখ্যাটা বেমানানই বটে। ২০১০-১১ মৌসুমে নিজের প্রথম অ্যাশেজের পর এবারই প্রথম মর্যাদার এই লড়াইয়ে সেঞ্চুরির দেখা পাননি স্মিথ। সেই অ্যাশেজে অবশ্য তিনটি টেস্ট খেলেছিলেন। তবে তখনো নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি।
প্রথম আর এবারের সিরিজ বাদ দিলে মাঝখানের পাঁচ অ্যাশেজ সিরিজে স্মিথের সেঞ্চুরি ১১টি। এই সময়ে বিশ্ব ক্রিকেটে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন সাবেক এই অজি অধিনায়ক। ঘরের মাঠে অ্যাশেজ হওয়ায় ব্যাপারটা আরও হতাশার স্মিথের জন্য। গতবারের অ্যাশেজে ইংল্যান্ডের মাটিতে রানের বন্যা দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। এক বছরের নিষেধাজ্ঞা থেকে অ্যাশেজ দিয়েই মাঠে ফিরেছিলেন স্মিথ।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে