অনলাইন ডেস্ক
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল, তাঁর ব্যাটারদের ৩০০ রানের স্কোর গড়ার সামর্থ্য আছে। বাস্তবে দেখা গেল ভিন্ন দৃশ্য।
কাল রাওয়ালপিন্ডির ব্যাটিংবান্ধব উইকেটেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পাল্লাই ভারী হয়েছে। ২০১৯ সালের পর এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ২৭৮ রান। প্রথম ব্যাটিং করা দল পাঁচটির মধ্যে তিনটিই জিতেছে। বাংলাদেশ বড় স্কোর গড়তে না পারায় নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর তেমন সুযোগ পেলেন না বোলাররা।
ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৭ আর জাকের আলী অনিকের ৪৫ রানের ইনিংস ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। ২০.৩ ওভার থেকে ২৬.১ ওভার—৩৪ বলের মধ্যে ৩ উইকেট পড়ে গেছে। ইনিংসের মাঝের দিকে শান্ত-জাকের কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তবে স্লগ ওভারে ৩৭ বলে আবার ৩ উইকেট পড়ায় বাংলাদেশের স্কোর ২৫০ রানও পেরোয়নি।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আরেকটি বড় কারণ, স্পিনের বিপক্ষে দুর্বলতা। আন্তর্জাতিক ক্রিকেটে খণ্ডকালীন স্পিনার হিসেবে পরিচিত মাইকেল ব্রেসওয়েল বাংলাদেশের সামনে কাল দুর্ধর্ষ হয়ে উঠলেন। ১০ ওভারে মাত্র ২৬ রান খরচ করে শিকার করলেন ৪ উইকেট। ২০২২ সাল থেকে ওয়ানডেতে স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং গড় স্ট্রাইকরেট ৭৫.৬, এ তালিকায় সবচেয়ে নিচে অবস্থান শান্তদের। এমনকি জিম্বাবুয়ের স্ট্রাইকরেট (৮১.৮) বাংলাদেশের চেয়ে ভালো!
কাল বাংলাদেশের বড় রান না হওয়ার পেছনে দায়ী ব্যাটারদের ডট খেলা। ব্রেসওয়েল একাই ৪৩টি ডট বল দিয়েছেন। স্যান্টনার ও জেমিসন যথেষ্ট ডট বল দিয়েছেন। ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন এটাকে বাংলাদেশের ব্যাটারদের বড় সমস্যা হিসেবেই দেখছেন। কাল রাওয়ালপিন্ডিতে টসে হেরে পাওয়া ব্যাটিং ইনিংসে বাংলাদেশ ১৭৮টি ডট বল খেলেছে, যা এই চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত কোনো ইনিংসে সর্বোচ্চ। পাওয়ারপ্লেতে ৪০টি বলে রানই করতে পারেননি ব্যাটাররা। মাঝের ১৮০ বলে ১০২টি ডট এসেছে। এটা শুধু রান তোলার স্বাভাবিক ছন্দ নষ্টই করেন, বাংলাদেশ দলের ওপর চাপও বাড়িয়েছে। শেষ ১০ ওভারে ৬.৪ রানরেটে ৬৪ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ, বিপরীতে ডট বল খেলেছে ৩০টি।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ৩০০ বলের মধ্যে ১৫৯টি (৫২%) ডট খেলেছিল বাংলাদেশ। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি বেড়ে হয়েছে ১৮১টি (৬০%)। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রতিটি ম্যাচে বাংলাদেশের ডট বলের হার ছিল ৫০ শতাংশের বেশি। স্পিনের বিপক্ষে দুর্বলতা, ডট বলের আধিক্য—রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে বাংলাদেশ বড় স্কোর গড়বে কীভাবে? শান্তদের সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্স দেখে ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষণে সাবেক ভারতীয় ওপেনার দিনেশ কার্তিক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে। সাকিবের পর তারা যেন সব বিভাগে নিষ্প্রভ। এটা সত্যিই হতাশাজনক।’
বেশি বেশি ডট বল খেলা প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘অবশ্যই এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটা মেনে নিতেই হবে। তবে যদি আজকের ডট বলের কথা বলেন, আমি বলব আমরা ৫ বা ১০ ওভার পরপরই ১-২টা করে উইকেটে হারিয়েছি। ওই সময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। তবে যদি একটি বা দুটি বড় জুটি গড়ে উঠত, তাহলে হয়তো এটা হতো না।’
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল, তাঁর ব্যাটারদের ৩০০ রানের স্কোর গড়ার সামর্থ্য আছে। বাস্তবে দেখা গেল ভিন্ন দৃশ্য।
কাল রাওয়ালপিন্ডির ব্যাটিংবান্ধব উইকেটেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পাল্লাই ভারী হয়েছে। ২০১৯ সালের পর এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ২৭৮ রান। প্রথম ব্যাটিং করা দল পাঁচটির মধ্যে তিনটিই জিতেছে। বাংলাদেশ বড় স্কোর গড়তে না পারায় নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর তেমন সুযোগ পেলেন না বোলাররা।
ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৭ আর জাকের আলী অনিকের ৪৫ রানের ইনিংস ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। ২০.৩ ওভার থেকে ২৬.১ ওভার—৩৪ বলের মধ্যে ৩ উইকেট পড়ে গেছে। ইনিংসের মাঝের দিকে শান্ত-জাকের কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তবে স্লগ ওভারে ৩৭ বলে আবার ৩ উইকেট পড়ায় বাংলাদেশের স্কোর ২৫০ রানও পেরোয়নি।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আরেকটি বড় কারণ, স্পিনের বিপক্ষে দুর্বলতা। আন্তর্জাতিক ক্রিকেটে খণ্ডকালীন স্পিনার হিসেবে পরিচিত মাইকেল ব্রেসওয়েল বাংলাদেশের সামনে কাল দুর্ধর্ষ হয়ে উঠলেন। ১০ ওভারে মাত্র ২৬ রান খরচ করে শিকার করলেন ৪ উইকেট। ২০২২ সাল থেকে ওয়ানডেতে স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং গড় স্ট্রাইকরেট ৭৫.৬, এ তালিকায় সবচেয়ে নিচে অবস্থান শান্তদের। এমনকি জিম্বাবুয়ের স্ট্রাইকরেট (৮১.৮) বাংলাদেশের চেয়ে ভালো!
কাল বাংলাদেশের বড় রান না হওয়ার পেছনে দায়ী ব্যাটারদের ডট খেলা। ব্রেসওয়েল একাই ৪৩টি ডট বল দিয়েছেন। স্যান্টনার ও জেমিসন যথেষ্ট ডট বল দিয়েছেন। ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন এটাকে বাংলাদেশের ব্যাটারদের বড় সমস্যা হিসেবেই দেখছেন। কাল রাওয়ালপিন্ডিতে টসে হেরে পাওয়া ব্যাটিং ইনিংসে বাংলাদেশ ১৭৮টি ডট বল খেলেছে, যা এই চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত কোনো ইনিংসে সর্বোচ্চ। পাওয়ারপ্লেতে ৪০টি বলে রানই করতে পারেননি ব্যাটাররা। মাঝের ১৮০ বলে ১০২টি ডট এসেছে। এটা শুধু রান তোলার স্বাভাবিক ছন্দ নষ্টই করেন, বাংলাদেশ দলের ওপর চাপও বাড়িয়েছে। শেষ ১০ ওভারে ৬.৪ রানরেটে ৬৪ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ, বিপরীতে ডট বল খেলেছে ৩০টি।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ৩০০ বলের মধ্যে ১৫৯টি (৫২%) ডট খেলেছিল বাংলাদেশ। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি বেড়ে হয়েছে ১৮১টি (৬০%)। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রতিটি ম্যাচে বাংলাদেশের ডট বলের হার ছিল ৫০ শতাংশের বেশি। স্পিনের বিপক্ষে দুর্বলতা, ডট বলের আধিক্য—রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে বাংলাদেশ বড় স্কোর গড়বে কীভাবে? শান্তদের সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্স দেখে ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষণে সাবেক ভারতীয় ওপেনার দিনেশ কার্তিক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে। সাকিবের পর তারা যেন সব বিভাগে নিষ্প্রভ। এটা সত্যিই হতাশাজনক।’
বেশি বেশি ডট বল খেলা প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘অবশ্যই এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটা মেনে নিতেই হবে। তবে যদি আজকের ডট বলের কথা বলেন, আমি বলব আমরা ৫ বা ১০ ওভার পরপরই ১-২টা করে উইকেটে হারিয়েছি। ওই সময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। তবে যদি একটি বা দুটি বড় জুটি গড়ে উঠত, তাহলে হয়তো এটা হতো না।’
গতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
২ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৫ ঘণ্টা আগে