Ajker Patrika

মাশরাফি বললেন, সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন নেই

মাশরাফি বললেন, সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন নেই

অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন ভারতে। ইতিমধ্যে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিবকে ছাড়াই দারুণ জয় পেয়েছে তারা। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি নিয়ে। 

তার আগে বিশ্বকাপের মূল মঞ্চে কেমন হতে পারে বাংলাদেশের রণকৌশল সেসব নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে পোস্ট করা ভিডিওতে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ দল ছয়টি ভাগে ভাগ করেছেন। 

বাংলাদেশ সাবেক অধিনায়ক বলেছেন, ‘আসলে এই দলটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে—টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং।’ 

টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার নিয়ে বিশ্লেষণের পর বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছেন ম্যাশ। সেখানে তিনি বলেছেন, ‘এখন স্পিন বোলিং নিয়ে বলব। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, মনে হয় না তাকে নিয়ে কথা বলার কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকে সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে। সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই। নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। উইকেট যে রকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি আমি, যে সার্কেল সিস্টেমটা আছে, ১০ থেকে ৪০ পর্যন্ত যে পাওয়ার প্লে আছে, যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে, চারজন ফিল্ডার বাইরে থাকবে। এই নিয়মে, বেশ কিছুদিন ধরে তারা অভ্যস্ত, সে ক্ষেত্রে ভারতের যে ফ্ল্যাট উইকেট হয় সেখানে কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত