ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল নিজেদের সেরাটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে সাকিব আল হাসানের দলকে হারানো সম্ভব ছিল বলে মনে করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ৩৩৫ রান। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানদের ৩৬ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১৯৩ রান। উইকেটে তখন ৫০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শাহিদী ও নাজিবুল্লাহ জাদরান ব্যাটিং করছিলেন ১৭ রানে। এখান থেকেই আফগানদের ইনিংসে ভাঙন শুরু হয়। ৫২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাহিদীর দল। দ্রুত উইকেট হারানোর কারণেই ম্যাচ হেরে গেছেন বলে মনে করছেন শাহিদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদী বলেন, ‘আমি মনে করি, লক্ষ্য তাড়া তরা যেত। আউটফিল্ডে বল দ্রুত দৌড়াচ্ছিল, তবে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। তাদের বোলাররা শুরুতে দারুণ বোলিং করেছে এবং আমাদের রান রেট খুব কম ছিল। তাই আমরা জিততে পারিনি।’
প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ৪০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ২৩১ রান। শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ১০৩ রান। বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিংয়ে খেই হারাতে থাকে আফগানিস্তান। আফগানদের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে সেঞ্চুরি করেছেন শান্ত, মিরাজ। আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৬৬ রান দিয়েছেন তবে কোনো উইকেট পাননি। আর ফজলহক ফারুকি ৬ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। তিন বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করেন শাহিদী, ‘সব ডিপার্টমেন্টেই আমাদের উন্নতি করতে হবে। বোলিং আমাদের যথেষ্ট ভালো ছিল না। ফিল্ডিংও ভালো হয়নি।’
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল নিজেদের সেরাটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে সাকিব আল হাসানের দলকে হারানো সম্ভব ছিল বলে মনে করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ৩৩৫ রান। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানদের ৩৬ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১৯৩ রান। উইকেটে তখন ৫০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শাহিদী ও নাজিবুল্লাহ জাদরান ব্যাটিং করছিলেন ১৭ রানে। এখান থেকেই আফগানদের ইনিংসে ভাঙন শুরু হয়। ৫২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাহিদীর দল। দ্রুত উইকেট হারানোর কারণেই ম্যাচ হেরে গেছেন বলে মনে করছেন শাহিদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদী বলেন, ‘আমি মনে করি, লক্ষ্য তাড়া তরা যেত। আউটফিল্ডে বল দ্রুত দৌড়াচ্ছিল, তবে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। তাদের বোলাররা শুরুতে দারুণ বোলিং করেছে এবং আমাদের রান রেট খুব কম ছিল। তাই আমরা জিততে পারিনি।’
প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ৪০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ২৩১ রান। শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ১০৩ রান। বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিংয়ে খেই হারাতে থাকে আফগানিস্তান। আফগানদের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে সেঞ্চুরি করেছেন শান্ত, মিরাজ। আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৬৬ রান দিয়েছেন তবে কোনো উইকেট পাননি। আর ফজলহক ফারুকি ৬ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। তিন বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করেন শাহিদী, ‘সব ডিপার্টমেন্টেই আমাদের উন্নতি করতে হবে। বোলিং আমাদের যথেষ্ট ভালো ছিল না। ফিল্ডিংও ভালো হয়নি।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১০ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৫ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে