সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের তৃতীয় টেস্ট পাকিস্তানকে জিততে হলে অসম্ভব কিছুই করতে হতো। যেখানে তিন দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে অস্ট্রেলিয়ার হাতে। আনুষ্ঠিকতার বাকিটুকু আজ চতুর্থ দিনে শেষ করেছে অজিরা। ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।
১৪ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেও সুবিধা করতে পারেনি শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে গতকাল তৃতীয় দিনেই খাদের কিনারায় চলে যায় সফরকারীরা। চতুর্থ দিনের খেলা পাকিস্তান আজ শুরু করেছিল ৭ উইকেট ৬৮ রানে থেকে। দেখার ছিল পাকিস্তান কতদূর ইনিংস টেনে নিয়ে যেতে পারে। অষ্টম উইকেটে ৮৯ বলে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন মোহাম্মদ রিজওয়ান ও আমির জামাল। রিজওয়ানকে আউট করে জুটি ভাঙেন নাথান লায়ন। ৫৭ বলে ১ চারে রিজওয়ান করেন ২৮ রান।
চতুর্থ দিনে পাকিস্তানের সাফল্য বলতে রিজওয়ান-জামালের ৪২ রানের এই জুটিই। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ৬ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়ে ১১৫ রানেই অলআউট সফরকারীরা। ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। ৩ উইকেট নেন নাথান লায়ন। ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড।
পাকিস্তান ১১৫ রানে অলআউট হয়ে সিডনি টেস্ট জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। ১৩০ রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ভেঙে যায় অজিদের দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে খাজাকে এলবিডব্লু করেন সাজিদ খান। রিভিউ নিয়েও আম্পায়ার্স কলে আউট হয়েছেন খাজা। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মারনাস লাবুশেন। অস্ট্রেলিয়াকেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিদায়ী টেস্ট ইনিংস খেলতে নামা ওয়ার্নারকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১৪৩ বলে ১১৯ রানের জুটি গড়েন ওয়ার্নার ও লাবুশেন। ফিফটি পেয়েছেন দুজনই। যেখানে ওয়ার্নার পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। ফিফটির পর সিডনি ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের থেকে অভিবাদন পেয়েছেন। জুটি গড়ার পথে বেশ কয়েক বার জীবনও পেয়েছেন ওয়ার্নার ও লাবুশেন। কখনো ক্যাচ মিস, কখনো বা এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। পাকিস্তান রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে উইকেট নিতে পারেনি।
ওয়ার্নারের শেষ টেস্ট ইনিংসে করেছেন ৫৭ রান। ৭৫ বলের ইনিংসে ছিল ৯ চার। ২৫তম ওভারের পঞ্চম বলে ওয়ার্নারকে এলবিডব্লুর ফাদে ফেলেন সাজিদ। আম্পায়ার আউট দেওয়ার রিভিউ করেও বাচতে পারেননি ওয়ার্নার। কারণ সেটা ছিল আম্পায়ার্স কল। অস্ট্রেলিয়ার বাহাতি ব্যাটারের বিদায়ের পর তাদের স্কোর হয়েছে ২৪.৫ ওভারে ২ উইকেটে ১১৯ রান। এরপর চার নাম্বারে ব্যাটিংয়ে নেমেছেন স্টিভ স্মিথ। লাবুশেনকে নিয়ে বাকি পথ নিরাপদে পাড়ি দেন স্মিথ। ২৬তম ওভারের পঞ্চম বলে জামালকে কাভার-পয়েন্ট এলাকা দিয়ে ঠেলে ১ রান নিয়ে স্মিথ ৮ উইকেটের জয় এনে দেন অস্ট্রেলিয়াকে। ৭৩ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লাবুশেন। ম্যাচসেরা হয়েছেন আমির জামাল। ব্যাটিংয়ে ৮২ রান ও বোলিংয়ে ৬৯ রানে ৬ উইকেট—এমন অলরাউন্ড পারফর্ম করেন জামাল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন কামিন্স। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসের সর্বোচ্চ রানও করেন লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার করেন ৬০ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬ উইকেট নেন জামাল। ৩ ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক সিরিজে নেন ১৯ উইকেট।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের তৃতীয় টেস্ট পাকিস্তানকে জিততে হলে অসম্ভব কিছুই করতে হতো। যেখানে তিন দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে অস্ট্রেলিয়ার হাতে। আনুষ্ঠিকতার বাকিটুকু আজ চতুর্থ দিনে শেষ করেছে অজিরা। ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।
১৪ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেও সুবিধা করতে পারেনি শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে গতকাল তৃতীয় দিনেই খাদের কিনারায় চলে যায় সফরকারীরা। চতুর্থ দিনের খেলা পাকিস্তান আজ শুরু করেছিল ৭ উইকেট ৬৮ রানে থেকে। দেখার ছিল পাকিস্তান কতদূর ইনিংস টেনে নিয়ে যেতে পারে। অষ্টম উইকেটে ৮৯ বলে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন মোহাম্মদ রিজওয়ান ও আমির জামাল। রিজওয়ানকে আউট করে জুটি ভাঙেন নাথান লায়ন। ৫৭ বলে ১ চারে রিজওয়ান করেন ২৮ রান।
চতুর্থ দিনে পাকিস্তানের সাফল্য বলতে রিজওয়ান-জামালের ৪২ রানের এই জুটিই। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ৬ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়ে ১১৫ রানেই অলআউট সফরকারীরা। ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। ৩ উইকেট নেন নাথান লায়ন। ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড।
পাকিস্তান ১১৫ রানে অলআউট হয়ে সিডনি টেস্ট জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। ১৩০ রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ভেঙে যায় অজিদের দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে খাজাকে এলবিডব্লু করেন সাজিদ খান। রিভিউ নিয়েও আম্পায়ার্স কলে আউট হয়েছেন খাজা। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মারনাস লাবুশেন। অস্ট্রেলিয়াকেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিদায়ী টেস্ট ইনিংস খেলতে নামা ওয়ার্নারকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১৪৩ বলে ১১৯ রানের জুটি গড়েন ওয়ার্নার ও লাবুশেন। ফিফটি পেয়েছেন দুজনই। যেখানে ওয়ার্নার পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। ফিফটির পর সিডনি ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের থেকে অভিবাদন পেয়েছেন। জুটি গড়ার পথে বেশ কয়েক বার জীবনও পেয়েছেন ওয়ার্নার ও লাবুশেন। কখনো ক্যাচ মিস, কখনো বা এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। পাকিস্তান রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে উইকেট নিতে পারেনি।
ওয়ার্নারের শেষ টেস্ট ইনিংসে করেছেন ৫৭ রান। ৭৫ বলের ইনিংসে ছিল ৯ চার। ২৫তম ওভারের পঞ্চম বলে ওয়ার্নারকে এলবিডব্লুর ফাদে ফেলেন সাজিদ। আম্পায়ার আউট দেওয়ার রিভিউ করেও বাচতে পারেননি ওয়ার্নার। কারণ সেটা ছিল আম্পায়ার্স কল। অস্ট্রেলিয়ার বাহাতি ব্যাটারের বিদায়ের পর তাদের স্কোর হয়েছে ২৪.৫ ওভারে ২ উইকেটে ১১৯ রান। এরপর চার নাম্বারে ব্যাটিংয়ে নেমেছেন স্টিভ স্মিথ। লাবুশেনকে নিয়ে বাকি পথ নিরাপদে পাড়ি দেন স্মিথ। ২৬তম ওভারের পঞ্চম বলে জামালকে কাভার-পয়েন্ট এলাকা দিয়ে ঠেলে ১ রান নিয়ে স্মিথ ৮ উইকেটের জয় এনে দেন অস্ট্রেলিয়াকে। ৭৩ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লাবুশেন। ম্যাচসেরা হয়েছেন আমির জামাল। ব্যাটিংয়ে ৮২ রান ও বোলিংয়ে ৬৯ রানে ৬ উইকেট—এমন অলরাউন্ড পারফর্ম করেন জামাল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন কামিন্স। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসের সর্বোচ্চ রানও করেন লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার করেন ৬০ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬ উইকেট নেন জামাল। ৩ ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক সিরিজে নেন ১৯ উইকেট।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৮ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৮ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১১ ঘণ্টা আগে