ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
তারকা ক্রিকেটারদের ভুল শোধরানোর উপায়টাও তো জানা। মারনাস লাবুশেনেকে জীবন দিলেও কোহলির হাত থেকে এরপর নিস্তার পাননি উসমান খাজা। অস্ট্রেলিয়ারও হোঁচট খাওয়ার শুরু এখান থেকেই। ভারতের আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া পার্থে প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ৬৭ রানে। এখনো তারা পিছিয়ে ৮৩ রানে। দিনে যে ১৭ উইকেট পড়েছে, সব উইকেটই নিয়েছেন পেসাররা।
১৫০ রানে ভারত অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৪ রানে। অজিদের প্রথম ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে অভিষিক্ত নাথান ম্যাকসুইনির বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন বুমরা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউর মাধ্যমে উইকেটটি পায় ভারত। একই ওভারের পঞ্চম বলে ভারত পেতে পারত দ্বিতীয় উইকেট। তবে দ্বিতীয় স্লিপে কোহলি দুই হাতে ক্যাচ ধরলেও শেষ মুহূর্তে হাত গলে মাটিতে পড়ে যায়। লাবুশেনে তখনো রানের খাতা খুলতে পারেননি।
প্রায়শ্চিত্ত করার সুযোগ কোহলি পেয়েছেন দ্রুতই। সপ্তম ওভারের চতুর্থ বলে উসমান খাজার উইকেট নিয়েছেন বুমরা। স্লিপেই ক্যাচটা ধরেন কোহলি। খাজা ১৯ বলে করেন ৮ রান। ঠিক তার পরের বলেই স্টিভ স্মিথকে লেগবিফোরের ফাঁদে ফেলেন বুমরা। স্মিথ গোল্ডেন ডাক মারলে অস্ট্রেলিয়া পরিণত হয় ৩ উইকেটে ১৯ রানে। পাঁচ নম্বরে ট্রাভিস হেড আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট খুইয়েছেন। ১৩ বলে ২ চারে ১১ রান করেন হেড। ১২তম ওভারের প্রথম বলে হেডকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের হালখাতা খোলেন হারশিত রানা।
হেড ফেরার পর আরও এক দফা ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ৪ উইকেটে ৩১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৫৯ রানে পরিণত হয় স্বাগতিকেরা। একপ্রান্তে চীনের মহাপ্রাচীরের মতো আঁকড়ে থাকা লাবুশেনকে (৫২ বলে ২ রান) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। প্রথম দিনে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে ২৭ ওভার। উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত। ২৮ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। স্টার্ক ব্যাটিং করছেন ৬ রানে। বুমরা নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভারে খরচ করেন ১৭ রান, ৪ ওভার মেডেনও দিয়েছেন। সিরাজ নিয়েছেন ২ উইকেট।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় ভারতকে পার্থে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টস জিতে বুমরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে অস্ট্রেলিয়ার পেসারদের সুইং ও গতিতে যেন চোখে সর্ষেফুল দেখতে থাকে ভারত। ৭৩ রানেই হারায় ৬ উইকেট। এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে ৮৫ বলে ৪৮ রানের জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্ত। ১২১ রানে ভারত সপ্তম উইকেট হারালেও এই উইকেট হারাতে পারত ৯৭ রানে। ৩৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককে তুলে মারতে যান পন্ত। মিড অন থেকে উল্টো দিকে দৌড়েও ক্যাচ ধরতে পারেননি প্যাট কামিন্স। পন্তের রান তখন ২৬।
জীবন পাওয়া পন্তকে ফিরিয়ে জুটি ভেঙেছেন কামিন্সই। ৪৬তম ওভারের পঞ্চম বলে কামিন্স নিয়েছেন পন্তের উইকেট। দ্বিতীয় স্লিপে ক্যাচ ধরেন স্মিথ। ৭৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন পন্ত। পন্ত-রেড্ডির জুটি ভাঙার পর বড় স্কোর আর করতে পারেনি ভারত। ২৯ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৫০ রানে অলআউট সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রেড্ডি। ৫৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা। অস্ট্রেলিয়ার সেরা বোলার হ্যাজলউড দিয়েছেন ৪ উইকেট। স্টার্ক, কামিন্স, মিচেল মার্শ নিয়েছেন দুটি করে উইকেট। যেখানে স্টার্ক ১১ ওভার বোলিং করে ১৪ রান দিয়েছেন।
ভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
তারকা ক্রিকেটারদের ভুল শোধরানোর উপায়টাও তো জানা। মারনাস লাবুশেনেকে জীবন দিলেও কোহলির হাত থেকে এরপর নিস্তার পাননি উসমান খাজা। অস্ট্রেলিয়ারও হোঁচট খাওয়ার শুরু এখান থেকেই। ভারতের আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া পার্থে প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ৬৭ রানে। এখনো তারা পিছিয়ে ৮৩ রানে। দিনে যে ১৭ উইকেট পড়েছে, সব উইকেটই নিয়েছেন পেসাররা।
১৫০ রানে ভারত অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৪ রানে। অজিদের প্রথম ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে অভিষিক্ত নাথান ম্যাকসুইনির বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন বুমরা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউর মাধ্যমে উইকেটটি পায় ভারত। একই ওভারের পঞ্চম বলে ভারত পেতে পারত দ্বিতীয় উইকেট। তবে দ্বিতীয় স্লিপে কোহলি দুই হাতে ক্যাচ ধরলেও শেষ মুহূর্তে হাত গলে মাটিতে পড়ে যায়। লাবুশেনে তখনো রানের খাতা খুলতে পারেননি।
প্রায়শ্চিত্ত করার সুযোগ কোহলি পেয়েছেন দ্রুতই। সপ্তম ওভারের চতুর্থ বলে উসমান খাজার উইকেট নিয়েছেন বুমরা। স্লিপেই ক্যাচটা ধরেন কোহলি। খাজা ১৯ বলে করেন ৮ রান। ঠিক তার পরের বলেই স্টিভ স্মিথকে লেগবিফোরের ফাঁদে ফেলেন বুমরা। স্মিথ গোল্ডেন ডাক মারলে অস্ট্রেলিয়া পরিণত হয় ৩ উইকেটে ১৯ রানে। পাঁচ নম্বরে ট্রাভিস হেড আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট খুইয়েছেন। ১৩ বলে ২ চারে ১১ রান করেন হেড। ১২তম ওভারের প্রথম বলে হেডকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের হালখাতা খোলেন হারশিত রানা।
হেড ফেরার পর আরও এক দফা ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ৪ উইকেটে ৩১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৫৯ রানে পরিণত হয় স্বাগতিকেরা। একপ্রান্তে চীনের মহাপ্রাচীরের মতো আঁকড়ে থাকা লাবুশেনকে (৫২ বলে ২ রান) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। প্রথম দিনে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে ২৭ ওভার। উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত। ২৮ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। স্টার্ক ব্যাটিং করছেন ৬ রানে। বুমরা নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভারে খরচ করেন ১৭ রান, ৪ ওভার মেডেনও দিয়েছেন। সিরাজ নিয়েছেন ২ উইকেট।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় ভারতকে পার্থে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টস জিতে বুমরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে অস্ট্রেলিয়ার পেসারদের সুইং ও গতিতে যেন চোখে সর্ষেফুল দেখতে থাকে ভারত। ৭৩ রানেই হারায় ৬ উইকেট। এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে ৮৫ বলে ৪৮ রানের জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্ত। ১২১ রানে ভারত সপ্তম উইকেট হারালেও এই উইকেট হারাতে পারত ৯৭ রানে। ৩৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককে তুলে মারতে যান পন্ত। মিড অন থেকে উল্টো দিকে দৌড়েও ক্যাচ ধরতে পারেননি প্যাট কামিন্স। পন্তের রান তখন ২৬।
জীবন পাওয়া পন্তকে ফিরিয়ে জুটি ভেঙেছেন কামিন্সই। ৪৬তম ওভারের পঞ্চম বলে কামিন্স নিয়েছেন পন্তের উইকেট। দ্বিতীয় স্লিপে ক্যাচ ধরেন স্মিথ। ৭৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন পন্ত। পন্ত-রেড্ডির জুটি ভাঙার পর বড় স্কোর আর করতে পারেনি ভারত। ২৯ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৫০ রানে অলআউট সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রেড্ডি। ৫৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা। অস্ট্রেলিয়ার সেরা বোলার হ্যাজলউড দিয়েছেন ৪ উইকেট। স্টার্ক, কামিন্স, মিচেল মার্শ নিয়েছেন দুটি করে উইকেট। যেখানে স্টার্ক ১১ ওভার বোলিং করে ১৪ রান দিয়েছেন।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে