Ajker Patrika

ক্রিকেটে ফিরতে তর সইছে না রিশাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
(বাঁ থেকে) এক ফ্রেমে শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
(বাঁ থেকে) এক ফ্রেমে শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর আজ সকালে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিশাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারীরা প্রথম বহরেই গিয়েছেন। বিমানবন্দরে ক্রিকেটাররা সেলফি তুলেছেন। রিশাদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় দলের কর্তব্য বলে কথা। আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি।’ ২২ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনারের সেলফিতে শামীম, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে দেখা গেছে।

ইমন ছবি তুলেছেন বিমানে ওঠার পর। বাংলাদেশের বিস্ফোরক বাঁহাতি ব্যাটারের সঙ্গে ছবিতে জাকের-শামীমও আছেন। ইমন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছেন,‘আরব আমিরাত সিরিজ।’ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও প্রথম বহরে আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাবেন সন্ধ্যার ফ্লাইটে। ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিলেও কোনো ম্যাচ খেলা হয়নি। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই ১০ মে দেশে ফেরেন রানা ও রিশাদ। এই দুই ক্রিকেটার আজ প্রথম বহরেই আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত