নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।
এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।
এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৭ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে