ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একের পর এক চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারানোর চমক তো রয়েছেই। ম্যাচ শেষে বাংলায় কথা বললেন আমিরাতের এক ক্রিকেটার।
বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখে ২ উইকেটে জিতে ইতিহাস গড়েছে আরব আমিরাত। নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে আমিরাতের জয়ের কীর্তি এটাই। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করেছেন আসিফ খান। সাংবাদিকদের আমিরাতের এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ তো দারুণ দল। বাংলাদেশকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’ আমি তোমাকে ভালোবাসি কথাটা বাংলায় বলেছেন আসিফ খান।
আরব আমিরাত ২ বছর আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই সংস্করণে আফগানদের তিনবার হারিয়েছে আমিরাত। বাংলাদেশকে হারানোর পর নিজেদের সামর্থ্যের কথা গত রাতে আবারও জানান দিল আমিরাত। সাংবাদিকদের আসিফ বলেন,‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও আফগানিস্তান, নিউজিল্যান্ড—দুটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতেছি। আমাদের দলটা টি-টোয়েন্টিতে অনেক ভালো।’
২০৬ রানের লক্ষ্যে নেমে ৬৩ বলে ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন আমিরাতের দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও মুহাম্মদ জোহেব। এটাই মূলত আমিরাতের জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। যেখানে আমিরাত অধিনায়ক ওয়াসিম ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ জয়ের কৃতিত্ব দলপতি ওয়াসিমসহ পুরো দলকেই দিয়েছেন আসিফ। ম্যাচ শেষে আসিফ বলেন, ‘ওয়াসিম ভাই যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেটাই প্রয়োজন। ২১০-২১৫ রান কীভাবে তাড়া করে জিততে হবে, বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে ধারণা ছিল। ৬ ওভারে ৬০ রান করার লক্ষ্য ছিল। ওয়াসিম ভাই তাই করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’
ঝড় তুলতে আসিফ কতটা সিদ্ধহস্ত, সেটা শনিবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২১ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেখিয়েছেন। সেই ম্যাচে তিনি উইকেটে আরেকটু টিকলে আমিরাত জিততেও পারত। ২৭ রানে হারের পর গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে চমক দেখিয়েছে আমিরাত। ইতিহাস গড়া ম্যাচে ১২ বলে ১৯ রান করেন আসিফ।
আরও পড়ুন:
শারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একের পর এক চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারানোর চমক তো রয়েছেই। ম্যাচ শেষে বাংলায় কথা বললেন আমিরাতের এক ক্রিকেটার।
বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখে ২ উইকেটে জিতে ইতিহাস গড়েছে আরব আমিরাত। নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে আমিরাতের জয়ের কীর্তি এটাই। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করেছেন আসিফ খান। সাংবাদিকদের আমিরাতের এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ তো দারুণ দল। বাংলাদেশকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’ আমি তোমাকে ভালোবাসি কথাটা বাংলায় বলেছেন আসিফ খান।
আরব আমিরাত ২ বছর আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই সংস্করণে আফগানদের তিনবার হারিয়েছে আমিরাত। বাংলাদেশকে হারানোর পর নিজেদের সামর্থ্যের কথা গত রাতে আবারও জানান দিল আমিরাত। সাংবাদিকদের আসিফ বলেন,‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও আফগানিস্তান, নিউজিল্যান্ড—দুটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতেছি। আমাদের দলটা টি-টোয়েন্টিতে অনেক ভালো।’
২০৬ রানের লক্ষ্যে নেমে ৬৩ বলে ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন আমিরাতের দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও মুহাম্মদ জোহেব। এটাই মূলত আমিরাতের জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। যেখানে আমিরাত অধিনায়ক ওয়াসিম ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ জয়ের কৃতিত্ব দলপতি ওয়াসিমসহ পুরো দলকেই দিয়েছেন আসিফ। ম্যাচ শেষে আসিফ বলেন, ‘ওয়াসিম ভাই যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেটাই প্রয়োজন। ২১০-২১৫ রান কীভাবে তাড়া করে জিততে হবে, বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে ধারণা ছিল। ৬ ওভারে ৬০ রান করার লক্ষ্য ছিল। ওয়াসিম ভাই তাই করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’
ঝড় তুলতে আসিফ কতটা সিদ্ধহস্ত, সেটা শনিবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২১ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেখিয়েছেন। সেই ম্যাচে তিনি উইকেটে আরেকটু টিকলে আমিরাত জিততেও পারত। ২৭ রানে হারের পর গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে চমক দেখিয়েছে আমিরাত। ইতিহাস গড়া ম্যাচে ১২ বলে ১৯ রান করেন আসিফ।
আরও পড়ুন:
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
২ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
২ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৫ ঘণ্টা আগে