নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পনসর নেই বাংলাদেশ দলের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ এবং ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ছিল না স্পনসর। একটু দেরি হলেও অবশেষে জাতীয় দলের জন্য নতুন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পনসর হয়ে আসছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। পৃষ্ঠপোষকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু।
বিসিবি সূত্র জানিয়েছে, সাড়ে ৩ বছরের চুক্তি রবির সঙ্গে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত এ চুক্তি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যাবে তাদের। রবি অবশ্য এবারই নয়, এর আগেও জাতীয় দলের স্পনসর ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। তারা আবার যুক্তও হলো বিসিবির সঙ্গে।
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।
রবির সঙ্গে বিসিবির স্পনসরশিপ-ইনিংস বেশ পুরোনো। ২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে দুই পক্ষ ২০১৭ সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল। জানা গিয়েছিল, নতুন দুই বছরের চুক্তির বিনিময়মূল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অফিশিয়াল স্পনসর ছিল রবি। তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই ৷
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পনসর নেই বাংলাদেশ দলের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ এবং ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ছিল না স্পনসর। একটু দেরি হলেও অবশেষে জাতীয় দলের জন্য নতুন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পনসর হয়ে আসছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। পৃষ্ঠপোষকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু।
বিসিবি সূত্র জানিয়েছে, সাড়ে ৩ বছরের চুক্তি রবির সঙ্গে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত এ চুক্তি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যাবে তাদের। রবি অবশ্য এবারই নয়, এর আগেও জাতীয় দলের স্পনসর ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। তারা আবার যুক্তও হলো বিসিবির সঙ্গে।
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।
রবির সঙ্গে বিসিবির স্পনসরশিপ-ইনিংস বেশ পুরোনো। ২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে দুই পক্ষ ২০১৭ সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল। জানা গিয়েছিল, নতুন দুই বছরের চুক্তির বিনিময়মূল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অফিশিয়াল স্পনসর ছিল রবি। তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই ৷
ছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
১৩ মিনিট আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৩ ঘণ্টা আগেবেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
৬ ঘণ্টা আগে