Ajker Patrika

মারা গেছেন কামিন্সের মা

মারা গেছেন কামিন্সের মা

মায়ের অসুস্থতার খবর শুনে দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন প্যাট কামিন্স। অবশেষে গত রাতে ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন কামিন্সের মা মারিয়া কামিন্স।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কামিন্সের মায়ের মৃত্যুর কথা জানিয়েছে। আহমেদাবাদে আজ ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া দলের কালো আর্মব্যান্ড পরে খেলার কথাও সিএ জানিয়েছে। এক বিবৃতিতে সিএ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘গতরাতে কামিন্সের মায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট কামিন্স, তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। কামিন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়া দল আজ কালো আর্মব্যান্ড পরে খেলবে।’

দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ভারতে আর ফেরেননি কামিন্স। কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। স্মিথের নেতৃত্বে ভারতকে তৃতীয় টেস্টে ৯ উইকেটে জেতে অজিরা। আহমেদাবাদ টেস্টেও অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত