অনলাইন ডেস্ক
মিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে বেশ উজ্জ্বল এই বাঁহাতি স্পিনার। ৩৪ ম্যাচে ৭.০১ ইকোনমিতে শিকার করেছেন ২৮ উইকেট। আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের দুর্দান্ত জয়ে বড় বড় শিকার ধরেছেন নাসুমই।
প্লে-অফের জন্য জেমস ভিন্স-টিম ডেভিডদের উড়িয়ে এনেছিল রংপুর। এর মধ্যে ইংলিশ ব্যাটার ভিন্সকে ৭ বলে ১ এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিডকে ৯ বলে ৭ রানে ফিরিয়েছেন নাসুম। ৪ ওভারে মাত্র ১টি মেডেন ও ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন নাসুম। ম্যাচশেষে নাসুম জানিয়েছেন, মিরপুরে বিদেশি শিকারই তাঁর বেশি ভালো লাগে।
সংবাদ সম্মেলনে হাজির হয়েই মজার ছলে নাসুম বললেন, ‘আমাকে তো রিমান্ডে নেওয়া হবে!’ কথাগুলো নিছক রসিকতা হলেও রংপুরের ডানহাতি ব্যাটারদের ঘূর্ণি জাদুতে নাকাল করে ছেড়েছেন তিনি। মিরপুরে খেলা নিয়ে বললেন, ‘এই মাঠে বিদেশি ব্যাটারদের উইকেট নিতে আমার ভীষণ ভালো লাগে। আজ মিরাজ আমাকে টানা বোলিং করিয়েছে, কারণ ওদের দলে ডানহাতি ব্যাটার বেশি ছিল। এ কারণেই আমি এতটা বল করেছি।’
এর আগে টানা লম্বা স্পেলে বোলিং করতে দেখা যায়নি। সেই ব্যাখ্যায় বললেন, ‘অন্যান্য দলে ডানহাতি ও বাঁহাতি ব্যাটারের মিশ্রণ থাকে। ব্যাটিং লাইনআপ দেখে মিরাজ আমাকে কখন বোলিং করাবে, সেটা ঠিক করে। এটা আসলে পুরোপুরি দলের কৌশল।’
নাসুমের মতে, ব্যাটিং সহায়ক উইকেটেই ছিল। কিন্তু ব্যর্থ হয়েছেন রংপুরের ব্যাটাররাই। এ বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার কাছে উইকেট ১৮০ রানের মনে হয়েছে। আসলে ওরা হয়তো ব্যাটিংয়ে ছন্দ পায়নি। সৌম্যের রান আউট তাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা যদি টসে জিততাম, তাহলে ব্যাটিং নিতাম। কিন্তু যেটা হয়েছে, সেটাই আমাদের জন্য ভালো হয়েছে।’
আজকের ম্যাচে খুলনার স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন নাসুম, ‘আসলে বিদেশিরা দলে সমর্থন দেয়। কিন্তু ম্যাচ জিততে হলে স্থানীয় ক্রিকেটারদেরই বড় ভূমিকা রাখতে হয়। আজ আমরা সবাই মিলে চেষ্টা করেছি, আর এর ফলেই দল জিতেছে।’
মিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে বেশ উজ্জ্বল এই বাঁহাতি স্পিনার। ৩৪ ম্যাচে ৭.০১ ইকোনমিতে শিকার করেছেন ২৮ উইকেট। আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের দুর্দান্ত জয়ে বড় বড় শিকার ধরেছেন নাসুমই।
প্লে-অফের জন্য জেমস ভিন্স-টিম ডেভিডদের উড়িয়ে এনেছিল রংপুর। এর মধ্যে ইংলিশ ব্যাটার ভিন্সকে ৭ বলে ১ এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিডকে ৯ বলে ৭ রানে ফিরিয়েছেন নাসুম। ৪ ওভারে মাত্র ১টি মেডেন ও ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন নাসুম। ম্যাচশেষে নাসুম জানিয়েছেন, মিরপুরে বিদেশি শিকারই তাঁর বেশি ভালো লাগে।
সংবাদ সম্মেলনে হাজির হয়েই মজার ছলে নাসুম বললেন, ‘আমাকে তো রিমান্ডে নেওয়া হবে!’ কথাগুলো নিছক রসিকতা হলেও রংপুরের ডানহাতি ব্যাটারদের ঘূর্ণি জাদুতে নাকাল করে ছেড়েছেন তিনি। মিরপুরে খেলা নিয়ে বললেন, ‘এই মাঠে বিদেশি ব্যাটারদের উইকেট নিতে আমার ভীষণ ভালো লাগে। আজ মিরাজ আমাকে টানা বোলিং করিয়েছে, কারণ ওদের দলে ডানহাতি ব্যাটার বেশি ছিল। এ কারণেই আমি এতটা বল করেছি।’
এর আগে টানা লম্বা স্পেলে বোলিং করতে দেখা যায়নি। সেই ব্যাখ্যায় বললেন, ‘অন্যান্য দলে ডানহাতি ও বাঁহাতি ব্যাটারের মিশ্রণ থাকে। ব্যাটিং লাইনআপ দেখে মিরাজ আমাকে কখন বোলিং করাবে, সেটা ঠিক করে। এটা আসলে পুরোপুরি দলের কৌশল।’
নাসুমের মতে, ব্যাটিং সহায়ক উইকেটেই ছিল। কিন্তু ব্যর্থ হয়েছেন রংপুরের ব্যাটাররাই। এ বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার কাছে উইকেট ১৮০ রানের মনে হয়েছে। আসলে ওরা হয়তো ব্যাটিংয়ে ছন্দ পায়নি। সৌম্যের রান আউট তাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা যদি টসে জিততাম, তাহলে ব্যাটিং নিতাম। কিন্তু যেটা হয়েছে, সেটাই আমাদের জন্য ভালো হয়েছে।’
আজকের ম্যাচে খুলনার স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন নাসুম, ‘আসলে বিদেশিরা দলে সমর্থন দেয়। কিন্তু ম্যাচ জিততে হলে স্থানীয় ক্রিকেটারদেরই বড় ভূমিকা রাখতে হয়। আজ আমরা সবাই মিলে চেষ্টা করেছি, আর এর ফলেই দল জিতেছে।’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৯ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১১ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১২ ঘণ্টা আগে