ক্রীড়া ডেস্ক
‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।
শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।
ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড:
১১: শ্রীলঙ্কা (২০২৩)
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০)
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪)
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০)
৯: পাকিস্তান (১৯৯৬)
ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়:
১১ (জুন ২০২৩ থেকে চলছে)
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪)
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)
‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।
শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।
ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড:
১১: শ্রীলঙ্কা (২০২৩)
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০)
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪)
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০)
৯: পাকিস্তান (১৯৯৬)
ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়:
১১ (জুন ২০২৩ থেকে চলছে)
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪)
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)
টানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
৪ ঘণ্টা আগে