Ajker Patrika

‘হরভজন, ওয়াকওভার লাগবে?’- খোঁচা শোয়েবের

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২: ১৭
‘হরভজন, ওয়াকওভার লাগবে?’- খোঁচা শোয়েবের

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বেশ কথা ছোড়াছুড়ি হয়েছে দুই দেশের সাবেকদের মধ্যে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে আগের ১২ ম্যাচ জেতায় দাপটটা একটু বেশিই ছিল ভারতের সাবেক ক্রিকেটারদের। ভারতের সাবেক স্পিনার হরভাজন সিং তো ‘ওয়াকওভার’ দেওয়ার টিটকারিই ছুড়েছিলেন পাকিস্তানকে উদ্দেশ্য করে! 

বিশ্ব মঞ্চে ভারতের সঙ্গে আগের দেখায় কোনো জয় ছিল না বলেই হরভাজনের কথার জবাবে গতকালের আগে খুব বেশি উচ্চবাচ্য করেননি পাকিস্তানি ক্রিকেটাররা। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে বাবর আজমদের কাছে বিরাট কোহলিদের ১০ উইকেটের হারে এখন ভারতীয়দের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানিরা। যেমন হরভাজনকে জবাব দিলেন শোয়েব আখতার। 

ভারত-পাকিস্তান ম্যাচের আগে নতুন ‘মউকা মউকা’ বিজ্ঞাপন দেখে স্টার স্পোর্টসকে হরভাজন বলেছিলেন,‘আমি শোয়েবকে বলেছি পাকিস্তানের আর ম্যাচ খেলে লাভ নেই। তোমরা আবারও হারবে, মন খারাপ করবে। এর চেয়ে ভালো তোমরা ওয়াকওভার(খেলা ছেড়ে দেওয়া) দাও।’ 

হরভাজনের সেই ‘ওয়াকওভার’ খোঁচায় পাল্টা জবাব দিলেন শোয়েব আখতারও। কাল ম্যাচ শেষে টুইটারে পাকিস্তানের সাবেক গতি দানব লিখেছেন, ‘কী হরভাজন সিং, তুমি কী এখনো ওয়াকওভার চাও? চাও না? আচ্ছা। তোমাদের যা করণীয় সেটা হলো আরাম করো, উপভোগ করো আর হারের যন্ত্রণা সহ্য করো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত